হোম > বিশ্ব > এশিয়া

কিমের সঙ্গে বৈঠক করতে চান জাপানের প্রধানমন্ত্রী 

উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। কিম জং উনের বোন কিম ইয়ো জং এই দাবি করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

আজ সোমবার স্থানীয় সময় সকালের দিকে কিম ইয়ো জং এ দাবি করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘কিশিদা সম্প্রতি ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার স্টেট অ্যাফেয়ার্স কমিশনের চেয়ারম্যানের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন।’ 

বিবৃতিতে এই বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি। তবে কিম ইয়ো জং জানিয়েছেন, জাপান যত দিন তার উত্তর কোরিয়া বিষয়ক নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না আনবে তত দিন পর্যন্ত এ ধরনের কোনো সাক্ষাতের সম্ভাবনা নেই। 

এদিকে, এই সাক্ষাতের বিষয়ে আজ সোমবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ের আলোচনা ‘গুরুত্বপূর্ণ’। তিনি বলেছেন, ‘জাপান-উত্তর কোরিয়া সম্পর্ক, অপহরণ ইস্যুগুলোর মতো সমস্যাগুলো সমাধানের জন্য শীর্ষ স্তরের আলোচনা গুরুত্বপূর্ণ।’ 

আজ সোমবার জাপানের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘এ কারণেই আমরা পক্ষে যতটা সম্ভব—উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগের বিভিন্ন পন্থা ব্যবহার করেছি। যেমনটি আমি অতীতেও বলেছি।’

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!