হোম > বিশ্ব > এশিয়া

কিমের সঙ্গে বৈঠক করতে চান জাপানের প্রধানমন্ত্রী 

উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। কিম জং উনের বোন কিম ইয়ো জং এই দাবি করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

আজ সোমবার স্থানীয় সময় সকালের দিকে কিম ইয়ো জং এ দাবি করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘কিশিদা সম্প্রতি ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার স্টেট অ্যাফেয়ার্স কমিশনের চেয়ারম্যানের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন।’ 

বিবৃতিতে এই বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি। তবে কিম ইয়ো জং জানিয়েছেন, জাপান যত দিন তার উত্তর কোরিয়া বিষয়ক নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না আনবে তত দিন পর্যন্ত এ ধরনের কোনো সাক্ষাতের সম্ভাবনা নেই। 

এদিকে, এই সাক্ষাতের বিষয়ে আজ সোমবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ের আলোচনা ‘গুরুত্বপূর্ণ’। তিনি বলেছেন, ‘জাপান-উত্তর কোরিয়া সম্পর্ক, অপহরণ ইস্যুগুলোর মতো সমস্যাগুলো সমাধানের জন্য শীর্ষ স্তরের আলোচনা গুরুত্বপূর্ণ।’ 

আজ সোমবার জাপানের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘এ কারণেই আমরা পক্ষে যতটা সম্ভব—উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগের বিভিন্ন পন্থা ব্যবহার করেছি। যেমনটি আমি অতীতেও বলেছি।’

বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর