হোম > বিশ্ব > এশিয়া

৪ কোটি মানুষকে বৈদ্যুতিক বাতির ব্যবহার কমাতে বলল জাপান 

জাপানের রাজধানী টোকিও এবং এর আশপাশের অঞ্চলের ৩ কোটি ৭০ লাখ বাসিন্দাকে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি নিভিয়ে রাখতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় সোমবার বিদ্যুতের ব্যবহার কমাতে এই আহ্বান জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সরকার জানিয়েছে—ভয়াবহ দাবদাহ চলায় দেশটিতে বিদ্যুতের উৎপাদন হ্রাস পেতে পারে। ফলে, বিদ্যুতের চাহিদা বাড়তে পারে। 

জাপানের অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় আজ সোমবার বিকেলে তীব্র দাবদাহের কারণে বিদ্যুতের চাহিদা বাড়তে পারে। এ অবস্থায় বিদ্যুতের চাহিদাও বাড়তে 
পারে। তাই টোকিও এবং এর আশপাশের অঞ্চলের বাসিন্দাদের বৈদ্যুতিক বাতি ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে। 

জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হিট স্ট্রোক এড়াতে লোকজন যেন তাপমাত্রা কমাতে এয়ারকন্ডিশনার এবং ফ্যান ব্যবহার নিশ্চিত করতে পারে এ জন্য জনগণের উচিত হবে অপ্রয়োজনীয় বাতি নিভিয়ে রাখা। 

বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশটির আবহাওয়া কর্মকর্তারা সতর্ক আসছিলেন, তাপমাত্রা বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদা বাড়াতে পারে। এর আগের সপ্তাহের শেষ দিকে টোকিওর তাপমাত্র ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। টোকিওর উত্তর–পূর্বাঞ্চলের শহর ইসেসাকিতে তাপমাত্র উঠেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। জুন মাসের এই তাপমাত্রা জাপানের ইতিহাসে সর্বোচ্চ। 

জাপানে জুন মাসে গ্রীষ্মকালের শুরু হলেও সাধারণত তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকে। কিন্তু অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে এই মাসের তাপমাত্রা। 

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার