হোম > বিশ্ব > এশিয়া

যেভাবে ১১ কোটি টাকার বিশ্বসেরা শিক্ষক পুরস্কার পেলেন পাকিস্তানি কন্যা

মাত্র ১৩ বছর বয়সে নিজের বাড়ির উঠোনে কয়েকটি শিশুকে পড়াতে শুরু করেছিলেন সিস্টার জেফ। কারণ, টাকার অভাবে ওই শিশুগুলোকে পড়ানোর মতো অবস্থা ছিল না তাদের পরিবারের। ২৬ বছর পর বাড়ি উঠোনে শুরু হওয়া ওই স্কুলই বিশ্বসেরা শিক্ষকের পুরস্কার এনে দিল জেফকে। 

৮ নভেম্বর ফ্রান্সের প্যারিসে অবস্থিত জাতিসংঘের ইউনেসকো সদর দপ্তরে ২০২৩ সালের বিশ্বসেরা শিক্ষক হিসেবে জেফের নাম ঘোষণা করা হয়েছে। আট বছর ধরে প্রতিবছর এই পুরস্কারটি দিয়ে আসছে যুক্তরাজ্যভিত্তিক ভার্কি ফাউন্ডেশন। এই পুরস্কারের অর্থমূল্য ১০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা বর্তমানে ১১ কোটি ২ লাখ টাকা। 

দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিশোর বয়সেই স্কুলের তহবিল গঠনের জন্য দিনে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করতেন সিস্টার জেফ। চার ঘণ্টা স্কুলের শিশুদের পড়াতেন, আর রাত জেগে পড়তেন নিজেও। বাড়ি উঠোনে শুরু হওয়া তাঁর সেই স্কুলটির এখন একটি ভবনও রয়েছে। যেখানে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু বিনা মূল্যে পড়াশোনা করছে। 

পুরস্কার হিসেবে পাওয়া ১১ কোটি টাকা নিজের স্কুলের পেছনে ব্যয় করারই পরিকল্পনা করেছেন জেফ। চার হেক্টর জমির ওপর নতুন ভবন নির্মাণ করবেন তিনি। সমাজের দরিদ্র শ্রেণির শিশুরা সেখানে কোনো বৈষম্য ছাড়াই পড়াশোনা করবে। এ ছাড়া এতিম শিশুদের জন্য একটি আশ্রয়কেন্দ্রও নির্মাণ করা হবে। তাদের পড়ানোর জন্য বিশ্বের সব জায়গা থেকেই শিক্ষকদের আমন্ত্রণ জানানো হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিবেচনায় থাকা বিশ্বের প্রায় সাত হাজার শিক্ষকের মধ্য থেকে জেফকে এবার সর্ব শ্রেষ্ঠ হিসেবে বেছে নেওয়া হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালায় বসবাস করা এই শিক্ষক শিশুদের ইংরেজি, উর্দু, সংস্কৃতি, ধর্মীয় সম্প্রীতি এবং জলবায়ু পরিবর্তন নিয়ে পড়ান। 

জেফের স্কুলের মেয়েরা আত্মরক্ষার ক্লাসও করে। চালু আছে একটি ভকেশনাল সেন্টারও—যেখানে কম্পিউটার, টেক্সটাইল এবং ইংরেজি শেখায় দক্ষতা অর্জন করেছেন ছয় হাজারের বেশি নারী। 

পুরস্কারের জন্য জেফকে অভিনন্দন জানিয়ে ভার্কি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সানি ভার্কি বলেছেন, ‘সিস্টার জেফ, আপনার অবিশ্বাস্য গল্পটি দেখায় যে আজ এবং আগামীকালের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা।’

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে