হোম > বিশ্ব > এশিয়া

অস্ট্রেলিয়ার নাগরিকেরা দক্ষিণ আফ্রিকা থেকে ফিরলে ১৪ দিনের কোয়ারেন্টিন

দক্ষিণ আফ্রিকার ৯টি দেশ থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে হলে ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে। এই নিয়ম অস্ট্রেলিয়ার নাগরিক ও তাঁদের অপর নির্ভরশীল ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আজ শনিবার অস্ট্রেলিয়ায় স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট এ ঘোষণা দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, 'অস্ট্রেলিয়ার নাগরিক নন বা তাঁদের ওপর নির্ভরশীল নন এমন যাঁরা আফ্রিকার দেশগুলিতে আছেন তাঁরা অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না। দক্ষিণ আফ্রিকায় করোনার একটি নতুন ধরনের খোঁজ মেলায় ও ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, করোনার নতুন ধরনকে বি.১.১.৫২৯ বলা হচ্ছে। এই ধরনের বিরুদ্ধে টিকা কম কার্যকর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনার নতুন এই ধরন এরই মধ্যে বেশ কয়েকটি মিউটেশন ঘটিয়েছে। নতুন এই ধরনে দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, হংকং ও ইসরায়েলে এ পর্যন্ত ৬০ জন শনাক্ত হয়েছেন। 

এ ভাইরাস প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশনের পরিচালক টুলিও ডি অলিভিয়েরা বলেছেন, ‘করোনার এই ধরন আমাদের অবাক করেছে। বিবর্তনের হিসাবে এবং পরবর্তী মিউটেশনের হিসাব করলে এটি কয়েক ধাপ লাফ দিয়েছে।’ 

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড