হোম > বিশ্ব > এশিয়া

শাস্তি কমল সু চির 

মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক নেত্রী অং সান সু চিকে কোভিড স্বাস্থ্যবিধি ভঙ্গ ও উত্তেজনা উসকে দেওয়ার দায়ে চার বছরের কারাদণ্ড দিয়েছিলেন দেশটির জান্তা আদালত। তবে সেই শাস্তি কমানো হয়েছে। আদালত জানিয়েছেন, চার বছর নয়, সু চিকে জেলে থাকতে হবে দুই বছর। 

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমআরটিভির বরাত দিয়ে আজ মঙ্গলবার এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।  

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সু চির পাশাপাশি ক্ষমতাচ্যুত মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টের শাস্তি কমিয়েছেন জান্তা আদালত।

৭৬ বছর বয়সী সু চিকে উসকানি, কোভিড-১৯ স্বাস্থ্যবিধি ভঙ্গ এবং রাষ্ট্রের গোপন তথ্য পাচারসহ ডজনখানেক অভিযোগের মুখোমুখি করা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে সু চির।  

চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দী করা হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও তাঁর দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে।

সু চি ও  মিন্টের শাস্তি কোথায় কার্যকর করবে তা স্পষ্ট নয়।

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১১

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০