হোম > বিশ্ব > এশিয়া

গ্রীষ্মেই বিয়ে করার পরিকল্পনা করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

ওয়েলিংটন: চলতি গ্রীষ্মেই বিয়ে করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তবে নির্দিষ্ট দিন তারিখ এখনো প্রকাশ করা হয়নি। আজ বুধবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়,  আরডার্ন কোস্ট রেডিওকে জানিয়েছেন যে তিনি এবং তাঁর সঙ্গী ক্লার্ক গেফোর্ড শেষ পর্যন্ত বিয়ের তারিখ চূড়ান্ত করেছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আমরা এখনও কাউকে বলিনি, তাই আমার মনে হলো আমাদের সম্ভবত কিছু মানুষকে আমন্ত্রণ করা উচিত।

২০১৯ সালে ইস্টারের ছুটিতে  টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের  সঙ্গে আংটি বদল করেন জাসিন্ডা। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে।

পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ায় নিউজিল্যান্ডে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্মকাল চলে।  আরডার্ন জানিয়েছেন যে প্রচলিতভাবে তার বিয়ের উদযাপন করা হবে না। এ নিয়ে সংবাদমাধ্যমকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, বিয়ের অনুষ্ঠান করা আমার কাছে একটু সেকেলে মনে হয়।

 এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ নিয়ে  বিস্তারিতভাবে কিছু বলা হয়নি। বার্তা সংস্থা রয়টার্সকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র বলেন,  আজ(বুধবার) সকালে যা জানানো হয়েছে তার চেয়ে বেশি কিছু যোগ করার নেই।

নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ২০১৭ সালে দায়িত্ব গ্রহণ করেন জাসিন্ডা  আরডার্ন। এর আগে জাসিন্ডা অন্তঃসত্তা অবস্থায় অফিস করে বিশ্বজুড়ে আলোচিত হন।

করোনা মহামারি নিয়ন্ত্রণে সফল হওয়ায় গত অক্টোবরে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে বিশাল জয় পায় জাসিন্ডার দল লেবার পার্টি।

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন