হোম > বিশ্ব > এশিয়া

শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সেনা মহড়া, উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

চলতি সপ্তাহে শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সেনা মহড়া। এ নিয়ে দুই দেশকেই হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। আজ মঙ্গলবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এই হুঁশিয়ারি দেন। 

বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও আজ মঙ্গলবার থেকে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র প্রাথমিক সেনা মহড়া শুরু করবে। 

এর আগেও উত্তর কোরিয়ার পক্ষ সতর্ক থেকে বলা হয়েছে এই সেনা মহড়া দুই কোরিয়ার সম্পর্কে উন্নয়নে বাধা তৈরি করবে। 

আজ মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-এর প্রতিবেদনে কিম ইয়ো জংয়ের একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, এই মহড়া একটি অনাকাঙ্ক্ষিত, আত্ম-ধ্বংসাত্মক পদক্ষেপ। এটি উত্তর কোরিয়ার মানুষের জন্য হুমকির এবং কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা বাড়াবে। 

বিবৃতিতে আরও বলা হয়, আমাদের সতর্কবার্তা উপেক্ষা করে বিপজ্জনক যুদ্ধ মহড়ায় গেলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া আরও গুরুতর নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে।

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ