চলতি সপ্তাহে শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ সেনা মহড়া। এ নিয়ে দুই দেশকেই হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। আজ মঙ্গলবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এই হুঁশিয়ারি দেন।
বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও আজ মঙ্গলবার থেকে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র প্রাথমিক সেনা মহড়া শুরু করবে।
এর আগেও উত্তর কোরিয়ার পক্ষ সতর্ক থেকে বলা হয়েছে এই সেনা মহড়া দুই কোরিয়ার সম্পর্কে উন্নয়নে বাধা তৈরি করবে।
আজ মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-এর প্রতিবেদনে কিম ইয়ো জংয়ের একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, এই মহড়া একটি অনাকাঙ্ক্ষিত, আত্ম-ধ্বংসাত্মক পদক্ষেপ। এটি উত্তর কোরিয়ার মানুষের জন্য হুমকির এবং কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা বাড়াবে।
বিবৃতিতে আরও বলা হয়, আমাদের সতর্কবার্তা উপেক্ষা করে বিপজ্জনক যুদ্ধ মহড়ায় গেলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া আরও গুরুতর নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে।