নগররাষ্ট্র সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন লরেন্স ওং। শনিবার সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী লি সিয়েন লুন জানিয়েছেন, সিঙ্গাপুরের বর্তমান অর্থমন্ত্রী লরেন্স ওং তাঁর স্থলাভিষিক্ত হবেন। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার একটি ঘোষণা অনুযায়ী সিঙ্গাপুর বর্তমান ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) নেতা হিসেবে ওংকে নির্বাচিত করা হয়েছে। দলের নেতা নির্বাচন এবং বর্তমান প্রধানমন্ত্রীর ইঙ্গিত থেকে এটি স্পষ্ট যে লরেন্স ওংই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লি সিয়েন লুন লিখেন, ‘আগামী সাধারণ নির্বাচনে পিএপি জিতলে লরেন্স প্রধানমন্ত্রী হিসেবে আমার স্থলাভিষিক্ত হবেন। তবে তাঁর লড়াই অবশ্যই একটি কঠিন লড়াই হবে।’