আফগানিস্তান থেকে ইউক্রেনীয় নাগরিকদের সরিয়ে আনতে কাবুল বিমানবন্দরে গিয়েছিল ইউক্রেনের একটি উড়োজাহাজ। উড়োজাহাজটি কাবুল বিমানবন্দর থেকে ছিনতাই হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন।
রাশিয়ান সংবাদ সংস্থা টিএএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত লোকজন ছিনতাই করা উড়োজাহাজটিকে ইরানে নিয়ে গেছে। ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন মঙ্গলবার (২৪ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।
ইয়েভগেনি ইয়েনিন বলেন, ‘গত রোববার, আমাদের উড়োজাহাজটি ছিনতাই হয়। মঙ্গলবার উড়োজাহাজটি আমাদের কাছ থেকে চুরি করা হয়েছে। উড়োজাহাজের ভেতরে থাকা অজ্ঞাত যাত্রীদের দল উড়োজাহাজটিকে ইরানে নিয়ে গেছে।’
ইয়েভগেনি ইয়েনিনের ভাষ্য অনুযায়ী, ছিনতাইকারীরা অস্ত্রধারী ছিল। তবে এসব বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।