হোম > বিশ্ব > এশিয়া

কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা জারি

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবান ক্ষমতা দখলের পর থেকেই দেশত্যাগ করতে কাবুল বিমানবন্দরে ভিড় করতে থাকে আফগান নাগরিকরা। এদিকে নিজ নিজ দেশের নাগরিকদের আগামী ৩১ আগস্টের মধ্যে নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। সবকিছু মিলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাবুল বিমানবন্দর। 

সময় যত গড়াচ্ছে কাবুল বিমানবন্দর নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ। তাঁরা নিজ নিজ দেশের নাগরিকদের বিমানবন্দর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। যারা কাবুল বিমানবন্দরের বাইরে অবস্থান করছে তাঁদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী মরিস পেইন বলেন, কাবুল বিমানবন্দর সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। 

অ্যাবে গেট, পূর্ব গেট, উত্তর গেটে যারা অপেক্ষমাণ আছে তাঁদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। 

নাগরিকদের একই ধরনের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। দেশটি নাগরিকদের নিরাপদ স্থানে চলে যেতে এবং পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করতে বলেছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত ৮২ হাজারের বেশি মানুষকে কাবুল বিমানবন্দর দিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার (২৪ আগস্ট) জো বাইডেন বলেন, ‘যত দ্রুত আফগানিস্তান ত্যাগ করা যায় ততই ভালো। কেননা কাবুল বিমানবন্দরে আইএসের হামলার আশঙ্কা বাড়ছে।’    

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়