হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমার থেকে পালানোর সময় নৌকাডুবি, ২৩ রোহিঙ্গার লাশ উদ্ধার

মিয়ানমার থেকে পালানোর সময় রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ২৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদন অনুসারে, নিখোঁজ রয়েছে আরও ৩০ জন। এই দুর্ঘটনা থেকে ৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। 

জীবিত উদ্ধারকৃতরা বলেন, গত রোববার তাঁরা নৌকায় করে মালয়েশিয়া পৌঁছাতে চাচ্ছিলেন। তাঁদের নৌকায় ৫০ জনেরও বেশি আরোহী ছিল। 

প্রতি বছর হাজারো রোহিঙ্গা এই বিপজ্জনক সমুদ্রযাত্রা করে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া পাড়ি দেওয়ার চেষ্টা করে। তাঁরা মিয়ানমার সরকারের নিপীড়ন ও বাংলাদেশের কক্সবাজারে ঘনবসতিপূর্ণ আশ্রয় শিবির থেকে পালাচ্ছেন 

উদ্ধারকর্মীরা বিবিসি বার্মিজ সংস্করণকে জানান, নিহত প্রত্যেকেই রোহিঙ্গা মুসলিম। তাঁদের মধ্যে ১৩ জন নারী ও ১০ জন পুরুষ। 

মিয়ানমারে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে মুসলিম রোহিঙ্গারা ক্ষুদ্র নৃগোষ্ঠী। ২০১৭ সালে দেশটিতে জাতিগত নিধন শুরু হলে বেশির ভাগই বাংলাদেশে পালিয়ে আসেন। যারা এখনো রয়ে গেছেন, ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে তাঁরাও পালানোর চেষ্টা করছেন। 

নৌকাডুবি থেকে যারা জীবিত ফিরে এসেছেন তাঁরা বলেন, রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের কাছে তাঁরা বিশাল ঢেউয়ের কবলে পড়েন। পাচারকারীরা তখন নৌকা ছেড়ে পালায়। অন্য একটি নৌকা লাশ উদ্ধার করে। কয়েকটি লাশ তীরে ভেসে আসে। 

মালয়েশিয়া পৌঁছে দেওয়ার জন্য এই পাচারকারীরা জনপ্রতি ৪ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা করে নিয়েছিল। মাছ ধরার নৌকায় করে আন্দামান সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন তাঁরা। যদিও এটি সব সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষাকালে ঝড়ের কবলে পড়ার আশঙ্কা বেশি থাকে। বেশির ভাগ রোহিঙ্গা অক্টোবর থেকে মে মাসের মাঝামাঝি সময়ে এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় একটু ভালো জীবনের সন্ধানে যেতে তাঁরা শেষ সম্বলও বিক্রি করে দেন।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে