আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সেনা হাসপাতালে দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সেই সঙ্গে সেখান থেকে গুলির শব্দ পাওয়া গেছে। তালেবান কর্মকর্তা এবং একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কাবুলের সর্দার মোহাম্মাদ দাউদ খান হাসপাতালের একজন চিকিৎসক বলেন, আমি হাসপাতালের ভেতরে ছিলাম। আমি প্রথম চেকপয়েন্ট থেকে একটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছি। পরে আমাদের নিরাপদে সরে যেতে বলা হয়
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ওই হাসপাতালে দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শুনেছেন।
তালেবানের একজন মুখপাত্র এই বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি বিস্ফোরণ হয়েছে সামরিক হাসপাতালের গেটে এবং দ্বিতীয়টি হাসপাতালের কাছাকাছি কোথাও,। এটি আমাদের কাছে প্রাথমিক তথ্য ছিল। আমরা পরে বিস্তারিত জানাব।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোস্তি বলেন, বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে, বিস্তারিত পরে জানানো হবে। ঘটনাস্থলে তালেবানের বিশেষ বাহিনীর সদস্যরা রয়েছে।