হোম > বিশ্ব > এশিয়া

নারীদের আন্দোলনের খবর সংগ্রহে যাওয়ায় সাংবাদিকদের পেটাল তালেবান

নারীদের আন্দোলনের খবর সংগ্রহ করতে যাওয়ায় দুজন আফগান সাংবাদিককে পিটিয়েছে তালেবান যোদ্ধারা। যদিও তালেবান কাবুল নিয়ন্ত্রণের পর প্রতিশ্রুতি দিয়েছিল যে মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করবে তারা। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তালেবানের হাতে নির্যাতিত সাংবাদিকদের ছবি প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি ছবি পোস্ট করেছেন লস অ্যাঞ্জেলেস টাইমসের পরারাষ্ট্রবিষয়ক প্রতিবেদক মার্কাস ইয়াম, অন্যটি প্রকাশ করেছে আফগানিস্তানের সংবাদমাধ্যম ইটিলাট্রোজ। ইয়ামের পোস্ট করা ছবিতে দেখা যায় অন্তর্বাস পরা দুই সাংবাদিকের গাঁয়ে আঘাতের চিহ্ন।   

ইটিলাট্রোজও একই ছবি পোস্ট করেছে। তালেবানের হাতে নির্যাতিত ওই দুই সাংবাদিক আফগান সংবাদমাধ্যম তাকির কর্মী বলে জানা গেছে। 
 
ইটিলাট্রোজের প্রতিবেদনে বলা হয়, দারায়াবি ও নাকদি নামের ওই দুই সংবাদকর্মী গতকাল বুধবার কাবুলের পশ্চিমাঞ্চলে অবস্থিত কারত-এ-চর এলাকায় নারীদের তালেবানবিরোধী আন্দোলনের খবর সংগ্রহ করতে যান। পরে তালেবান সদস্যরা তাঁদের ধরে নিয়ে গিয়ে নির্যাতন করেন। 

নাকদি লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, `আমার মনে হয়েছিল তারা আমাকে মেরে ফেলবে। তারা আমাদের দেখে উপহাস করছিল।'

ইটিলাট্রোজের প্রতিবেদনে বলা হয়, তালেবান আরও তিন সাংবাদিককে অপহরণ করেছিল। এই সাংবাদিকদের মধ্যে রয়েছে ইউরোপিয়ান সংবাদমাধ্যম ইউরোনিউজের স্থানীয় প্রধান। পরে তাঁদের কোনো ক্ষতি না করেই ছেড়ে দেওয়া হয়। 
 
ইটিলাট্রোজের প্রতিবেদনে আরও বলা হয়, টিওএলও নিউজের ক্যামেরা পার্সন ওয়াহিদ আহমাদি এবং আরিয়ানা নিউজের ক্যামেরাপার্সন সামিমকে গ্রেপ্তার করেছে তালেবান। 

গত মাসে আফগান সংবাদমাধ্যম টিওএলও নিউজের সাংবাদিক জিয়ার ইয়াদ খানকে তালেবান হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ডয়চে ভেলের এক সাংবাদিককে না পেয়ে তাঁর আত্মীয়কে হত্যা করে তালেবান।

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল