হোম > বিশ্ব > এশিয়া

‘সত্যিকারের যুদ্ধের’ মহড়া জোরদারের নির্দেশ কিম জং উনের

‘সত্যিকারের যুদ্ধের’ মহড়া জোরদার করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

এর আগে বৃহস্পতিবার স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পশ্চিম উপকূল লক্ষ্য করে একসঙ্গে কমপক্ষে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারির খবর এল। 

এদিকে আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া হওয়ার কথা রয়েছে। এমন সময় ক্ষেপণাস্ত্র ছুড়ে কিম জং উন নিজেদের শক্তিমত্তা জাহির করছেন বলে মনে করা হচ্ছে। 

শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে দেশটির পশ্চিম ফ্রন্টে হোয়াসং কামান ইউনিটের মহড়ায় অংশ নিতে দেখা গেছে। সংবাদমাধ্যমটি জানায়, ‘কিম জং উন ফায়ার অ্যাসল্ট কোম্পানির যুদ্ধ প্রস্তুতি নিরীক্ষা করেন। এই কামান ইউনিটের কাজ প্রয়োজনে পশ্চিম ফ্রন্টে অবস্থিত শত্রুপক্ষের বিমানঘাঁটিতে হামলা চালানো।’ 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর নামপো থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে স্বল্পপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। উত্তর কোরিয়া ওই অঞ্চল থেকে একই সঙ্গে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে বলেও জানান তিনি। 
 
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সংকট দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা সহযোগিতা প্রক্রিয়ায় অগ্রগতির পর পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া একের পর এক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এমনকি গত বছর উত্তর কোরিয়াকে অপরিবর্তনীয় পরমাণু শক্তির দেশ হিসেবে ঘোষণা করেছেন কিম জং উন। পাশাপাশি তিনি অস্ত্র সমৃদ্ধির ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে কৌশলগত পরমাণু অস্ত্রও।

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র