হোম > বিশ্ব > এশিয়া

একই পরিবারের ১০ সদস্য নিহতের বিষয়টি তদন্ত করবে যুক্তরাষ্ট্র

গত রোববার বিস্ফোরক বোঝাই একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলাকারীরা কাবুল বিমানবন্দরের দিকে হামলা চালাতে যাচ্ছিল। সে সময় গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। গাড়ি লক্ষ্য করে রোববারের ওই ড্রোন হামলায় ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএসকেপি) দুই সদস্য নিহত হন। 

সেই ড্রোন হামলায় গাড়িতে থাকা আইএসকেপির সদস্য ছাড়াও একই পরিবারের ১০ সদস্য নিহতের ঘটনা ঘটে। তাঁরা সবাই বেসামরিক নাগরিক ছিল। নিহতদের আত্মীয়দের সঙ্গে কথা বলে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

পেন্টাগন বলেছে, সন্দেহভাজন হামলাকারীর ওপর হামলা চালাতে গিয়ে বেসামরিক মানুষ নিহতের ঘটনাটি অস্বীকারের সুযোগ নেই। বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। 

বিবিসি জানিয়েছে, নিহতদের আত্মীয়রা বলেছেন নিহত শিশুদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স দুই বছর। তাঁর নাম সুমাইয়া। আর সবচেয়ে বড় যে শিশু নিহত হয়েছে তাঁর বয়স ১২। নাম ফারযাদ। 

নিহতদের আত্মীয় রামিন ইউসুফি বিবিসিকে বলেন, এটি একটি নৃশংস হামলা ছিল। ভুল তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয়েছে। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, কেনো তাঁরা আমাদের সন্তান ও পরিবারকে হত্যা করল? মরদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে তাঁদের মরদেহ ও চেহারা চেনার উপায় পর্যন্ত নেই। 

মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, গাড়ির ভেতর প্রচুর বিস্ফোরক থাকায় গাড়ি লক্ষ্য করে হামলার পর বিশাল বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের কারণেই বেসামরিক মানুষ নিহতের ঘটনা ঘটে থাকতে পারে। 

উল্লেখ্য, এর আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ড্রোন হামলায় নিহতদের মধ্যে ছয় শিশু রয়েছে। মোট নিহত নয়জনের সকলেই একই পরিবারের সদস্য।

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে