হোম > বিশ্ব > এশিয়া

রাইস কুকারকে বিয়ে করলেন যুবক! 

ভাতও রান্না করে দেবে, আবার কথায় কথায় ঝগড়াও করবে না। এমনই এক জীবনসঙ্গিনীকে বিয়ে করতে চেয়েছিলেন ইন্দোনেশিয়ার যুবক খয়রুল আনাম। সেই অনুযায়ী, রাইস কুকারকেই বেছে নিলেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের একাধিক ছবি পোস্ট করেছেন খয়রুল। কোনো ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ঘোমটা পরানো কুকার হাতে দাঁড়িয়ে রয়েছেন। আর একটা ছবিতে ‘নববধূ’ কুকারকে চুম্বন করতে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে কয়েক জনকে সাক্ষী রেখে বিয়ের সই করছেন। 

ছবিগুলোর নিচে ক্যাপশনও দিয়েছেন খয়রুল। রাইস কুকারকে বিয়ের করার কারণ জানাতে তিনি লিখেছেন, ‘আমি রাইস কুকারকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এটা দেখতে সুন্দর, রান্নাও ভালো করে।’ খয়রুল আনামের ওই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে। লাইক–কমেন্ট পড়ে হাজার হাজার। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। কেউ কটাক্ষ করেছেন তো কেউ আবার নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। 

তবে ইন্দোনেশিয়ার সেই ব্যক্তি খাইরুলের এই দাম্পত্য জীবন বেশি দিন সুখের হয়নি। এই কাহিনিতে একটা বিরহও রয়েছে। বিয়ের চার দিন পরই ‘নববধূ’র সঙ্গে বিচ্ছেদ হয় খাইরুলের। সেই বিচ্ছেদের খবর নিজেই ঘোষণা করেছেন তিনি। যে কারণের জন্য কুকারকে বিয়ে করেছিলেন খয়রুল , এ বার তাঁর গলায় ধরা পড়ল অন্য সুর। খাইরুলের দাবি, ভাত রান্না করতে পারলেও অন্য কোনো খাবার তৈরি করতে পারে না তাঁর ‘স্ত্রী’! আর সে কারণেই তাকে নিজের জীবন থেকে বিচ্ছেদ করেছেন। 

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড