হোম > বিশ্ব > এশিয়া

দক্ষিণ–পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামী বিয়ের বৈধতা দিল থাইল্যান্ড

১৫ জানুয়ারি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা এলজিবিটিকিউ (প্লাস) সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলেন। ছবি: এএফপি

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামী বিবাহকে বৈধ ঘোষণা করে ইতিহাস সৃষ্টি করেছে থাইল্যান্ড। আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডে প্রায় ২০০ সমকামী দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এটি এলজিবিটিকিউ (প্লাস) সম্প্রদায়ের জন্য এক বিশাল জয়, যারা এক দশকেরও বেশি সময় ধরে সমকামী বিবাহের বৈধতার জন্য লড়াই করে আসছে।

সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত বছর থাইল্যান্ডের সংসদে এ আইন পাস হয়। পরবর্তীকালে দেশটির রাজা কর্তৃক অনুমোদিত হয়। এই আইনের আওতায় সমকামী দম্পতিরা এখন পূর্ণ আইনি, আর্থিক ও চিকিৎসা অধিকার পাবেন। এ ছাড়া তাঁরা দত্তক নিতে পারবেন এবং উত্তরাধিকার সূত্রেও সম্পত্তির অধিকার পাবেন।

রেইনবো স্কাই অ্যাসোসিয়েশন অব থাইল্যান্ডের প্রেসিডেন্ট কিট্টিনুন ধারামাধাজ বলেন, ‘থাইল্যান্ড এখন বিশ্বের জন্য একটি মডেল। এখানে প্রকৃত বিবাহ সমতা প্রতিষ্ঠিত হয়েছে।’

প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা গত সপ্তাহে এলজিবিটিকিউ (প্লাস) সম্প্রদায়ের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, ‘এই আইন প্রমাণ করে থাইল্যান্ড বৈচিত্র্য গ্রহণ করতে প্রস্তুত এবং সব ধরনের মানুষের অধিকার এখানে রয়েছে।’

আগামীকাল থাইল্যান্ডের একটি জনপ্রিয় শপিং মলে ২০০-এর বেশি দম্পতি এক গণবিবাহে অংশ নেবেন। এ সময় রেইনবো ফ্লাগ ও প্রাইড কার্পেট দিয়ে নতুন দম্পতিদের স্বাগত জানানো হবে। এই অনুষ্ঠানে সেলিব্রিটি এবং ড্রাগ কুইনদের পারফরম্যান্সও থাকবে।

নিনা চেত্নিফাত চুয়াদখুনথোদ থাইল্যান্ডের একজন ট্রান্সজেন্ডার নারী। তিনি তাঁর ২২ বছরের প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তিনি এই দিনটিকে তাঁর জীবনের পূর্ণতা হিসেবে দেখছেন। চেত্নিফাত বলেন, ‘আজ আমি স্বপ্ন পূরণের খুব কাছাকাছি।’

তবে সমকামী বিবাহের বৈধতা পেলেও থাইল্যান্ডের এলজিবিটিকিউ (প্লাস) সম্প্রদায়ের অন্যান্য অংশ, বিশেষত ট্রান্সজেন্ডারদের জন্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। কারণ সমকামী বিবাহের বৈধতা পেলেও ট্রান্সজেন্ডারদের লিঙ্গ পরিচয়ের ব্যাপারটি এখনো বৈধতা পায়নি। থাইল্যান্ডে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সংখ্যা প্রায় ৩ লাখ ১৪ হাজার।

থাইল্যান্ডের একজন অধিকারকর্মী হুয়া বুনিয়াপিসোম্পর্ন বলেন, ‘আমাদের উচিত বিবাহ সমতাকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করে লিঙ্গ পরিচয়ের স্বীকৃতির পথ খুলে দেওয়া।’

পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, এখন পর্যন্ত পৃথিবীর ৩০টি দেশের আদালত সমকামী বিবাহকে বৈধতা দিয়েছে। যার বেশির ভাগই ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার দেশ। এশিয়ার মধ্যে থাইল্যান্ডের আগে ২০১৯ সালে তাইওয়ান ও ২০২৩ সালে নেপাল সমকামী বিবাহকে বৈধ ঘোষণা করে।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে