হোম > বিশ্ব > এশিয়া

পরমাণু হামলার মহড়া চালিয়ে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়াকে হুমকি দিল উত্তর কোরিয়া

কৌশলগত পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি জানিয়েছে, শত্রুদের হুমকি দিতেই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা। আজ রোববার সকালের দিকে দেশটি এই পরীক্ষা চালায়। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া মূলত শত্রুদের হুমকি দিতেই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বিশেষ করে, যদি কখনো যুক্তরাষ্ট্র কিংবা দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক যুদ্ধ বেধে যায় সে ক্ষেত্রে সামরিকভাবে নিজেদের সক্ষমতা এগিয়ে রাখতেই এই মহড়া। 
 
ক্ষেপণাস্ত্র দুটি কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূল থেকে উৎক্ষেপণ করা হয়। পরে সেগুলো উপকূল থেকে দেড় হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পশ্চিম সাগরের দেড় শ ফুট ওপরে নির্ধারণ করা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বিগত কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এর আগে, গত মাসে দেশটি একটি স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়। 

এর আগে, গত মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এ অস্ত্র পরীক্ষাগুলো ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি ছিল। 

জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও কিম জং উন বারবার দেশটির পারমাণবিক যুদ্ধাস্ত্র ও আরও অধিক শক্তিশালী অস্ত্র তৈরি বৃদ্ধি করেছে। ২০২২ সালে রেকর্ডসংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের পর পিয়ংইয়ং এ বছরও এই মহড়া জারি রেখেছে। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পৌঁছাতেও সক্ষম। 

এদিকে গতকাল বুধবার যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি অনেকখানি এগিয়ে নিয়েছে রাশিয়া। গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিয়ংইয়ং সফরে যান। সেখানে তাঁকে উত্তর কোরিয়ার অস্ত্রাগার দেখানো হয়। যুক্তরাষ্ট্রের দাবি, মন্ত্রী সের্গেই শোইগু এই সফরে উত্তর কোরিয়াকে অস্ত্র ও গোলাবারুদ বিক্রিতে রাজি করানোর চেষ্টা করেছেন। 

ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ পিয়ংইয়ং বারবারই অস্বীকার করেছে।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে