হোম > বিশ্ব > এশিয়া

পপতারকার সঙ্গে ইলন মাস্কের সন্তান—জাপানের সমাজে তীব্র প্রতিক্রিয়া

আজকের পত্রিকা ডেস্ক­

দাবি করা হয়, বিশ্বজুড়ে বর্তমানে ১৪টি সন্তান রয়েছে ইলন মাস্কের। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত টেসলার সিইও ইলন মাস্ককে নিয়ে সম্প্রতি একটি বিতর্ক তীব্র আকার ধারণ করেছে জাপানে। যুক্তরাষ্ট্রের লেখক, কলামিস্ট ও প্রভাবশালী নারী অ্যাশলি সেন্ট ক্লেয়ার দাবি করেছেন, মাস্কের সঙ্গে তাঁর একাধিক সন্তানের মধ্যে একটি জাপানি এক পপতারকার গর্ভজাত। তাঁর এই দাবি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে। তবে দাবিটি ঘিরে জাপানের সমাজে শুরু হয়েছে তীব্র আলোচনা ও কৌতূহল।

ইলন মাস্কের চতুর্দশ সন্তানের মা অ্যাশলি সেন্ট ক্লেয়ার বলেছেন, মাস্ক একাধিক দেশে সন্তানের জন্ম দিয়েছেন এবং জাপানি এক পপতারকার সঙ্গেও সন্তানের জনক হয়েছেন বলে তাঁকে জানিয়েছেন। যদিও সেই পপগায়িকার নাম প্রকাশ করা হয়নি এবং স্বাধীনভাবে এই দাবিটি এখনো যাচাই করা হয়নি। মাস্ক নিজেও এ বিষয়ে এখনো মুখ খোলেননি।

আজ সোমবার সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, জাপানের মূলধারার গণমাধ্যম ও বিশিষ্টজনেরা এখনো এই বিষয়ে সরাসরি মন্তব্য করতে সাবধানতা অবলম্বন করছেন। তবে সাধারণ মানুষের প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে স্পষ্ট। অনেকেই বিষয়টি নিয়ে রসিকতা করছেন, আবার কেউ কেউ গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

জাপানের জনপ্রিয় কৌতুকশিল্পী হিরোইকি আরিয়োশি তাঁর রেডিও অনুষ্ঠানে বলেন, ‘এ ধরনের বিষয় ঘাঁটাঘাঁটি করা লজ্জার। তবে বয়সের দিক থেকে বিচার করলে জাপানি পপ তারকার সংখ্যা সীমিত। মাস্ক হয়তো আসলে একজন গোপন আইডল ফ্যান।’

ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে অনেকে মাস্কের জন্মদানের প্রতি উৎসাহকে ‘বিপজ্জনক ও অমানবিক’ বলে আখ্যা দিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘এমন একজন মানুষের জিন এত বিস্তৃতভাবে ছড়িয়ে পড়া পৃথিবীর জন্য ভয়ংকর হতে পারে। তাঁর ক্ষমতা এক দেশের রাষ্ট্রপ্রধানের চেয়েও বেশি হয়ে উঠতে পারে।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘সন্তান জন্ম কোনো খেলা নয়, এটা দায়িত্ব। শুধুমাত্র সন্তানের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে জন্ম দেওয়া অনৈতিক।’ অনেকেই আশঙ্কা করছেন, মাস্কের এত সন্তান ভবিষ্যতে উত্তরাধিকার নিয়ে জটিল আইনি লড়াইয়ে জড়াবে।

বর্তমানে মাস্কের ১৪ জন সন্তানের তথ্য পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তিনি দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে জনসংখ্যা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন এবং সবাইকে বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

২০২৪ সালে সৌদি আরবে এক সম্মেলনে মাস্ক বলেছিলেন, ‘যদি নতুন মানুষ সৃষ্টি না হয়, তবে মানবতা টিকে থাকবে না। সব নীতিই তখন অর্থহীন হয়ে যাবে।’

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে