হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর আবার গণহত্যা চলছে

গণহত্যার মতো সহিংসতার কবলে পড়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসেছিলেন আট বছর আগে। রাখাইনে সেই পরিস্থিতি আবারও ফিরে আসছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে মিয়ানমারে নিযুক্ত বিশেষ দূত থমাস অ্যান্ড্রুজ বলেন, মিয়ানমারের জান্তা সরকার রাখাইনে যেসব এলাকার নিয়ন্ত্রণ আরাকান আর্মির কাছে হারাচ্ছে, সেসব এলাকার অবস্থা ভয়ংকর। 

এ সময় মিয়ানমারের পরিস্থিতি মানবাধিকার পরিষদে সবিস্তারে তুলে ধরেন থমাস। তিনি বলেন, যুদ্ধের মধ্যে পড়ে রোহিঙ্গারা নিপীড়িত, শোষিত, বলির পাঁঠা হয়েছিল। এর কারণে ২০১৬ এবং ২০১৭ সালে গণহত্যার মতো অপরাধ সংঘটিত হয়েছিল। জান্তা সরকারের সঙ্গে রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াইয়ে সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। 

গত বছরের নভেম্বর থেকে আরাকান আর্মির সঙ্গে দেশটির জান্তা বাহিনীর লড়াই চলছে। মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণে মানবাধিকার পরিষদের পক্ষ থেকে থমাসকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে জাতিসংঘের পক্ষ থেকে তিনি কথা বলছেন না। নিজের পর্যবেক্ষণ তুলে ধরছেন। 

মিয়ানমারের পরিস্থিতি তুলে ধরে গতকাল থমাস আরও বলেন, রাখাইনে এখন হাজারো রোহিঙ্গা তরুণকে নিয়োগ এবং তাঁদের আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে পাঠাতে রাজি করাচ্ছে জান্তা সরকারের বাহিনী। এতে আরাকান সম্প্রদায়ের সঙ্গে সংঘাত আরও বাড়বে বলে মনে করেন তিনি।

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড