করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে দেশে থাকা স্বজনদের সঙ্গে দীর্ঘদিন দেখা নেই। ভিডিও কলে কথা বললেও জড়িয়ে ধরার আবেগ কি আর তাতে মিটে? এবার সে সুযোগ পেল অস্ট্রেলিয়ার নাগরিকেরা। দীর্ঘ প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আজ সোমবার খুলে দেওয়া হয়েছে সীমান্ত। কোয়ারেন্টিন ছাড়াই টিকা নেওয়া ব্যক্তিরা দেশে ফিরতে পারছেন কিংবা বিদেশ ভ্রমণ করতে পারছেন। বিমানবন্দরে তাই আবেগাপ্লুত পরিবেশ। খবর রয়টার্সের।
দীর্ঘদিন পর যারা দেশে এলেন তাঁদের অস্ট্রেলিয়ার চকলেট বিস্কুট এবং ফুল উপহার দেওয়া হয়। দেশে ফেরা ইথান কার্টার বলেন, ‘আমি আমার মাকে দেখতে এসেছি। তিনি খুবই অসুস্থ।’
আজ প্রথম পর্যটক হিসেবে ব্যাংককে পা রাখা জার্মান পর্যটক সাইমন রেইথাল বলেন, ‘ইউরোপে এখন অনেক শীত। তাই আমরা ফ্লাইট ধরলাম। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমাদের ফ্লাইটটা সবার আগে এল।’
উল্লেখ্য, গত বছর এপ্রিলে করোনা সংক্রমণ রুখতে বিধিনিষেধ আরোপ করে অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড। এবার খুলে দেওয়ায় পর্যটন খাত আবার ঘুরে দাঁড়াবে। তবে এখনো পুরোদমে ফ্লাইট চালু হতে অনেক দেরি বলে জানিয়েছে প্রধান বিমান সংস্থাগুলো। কেননা অনেক দেশে পর্যটকদের জন্য বিধিনিষেধ জারি রেখেছে। এ ছাড়াও করোনা একেবারে নির্মূল না হওয়ায় বিদেশ ভ্রমণে বেশ সতর্ক অবস্থানে থাকতে চাইছে সবাই।