ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে দেশটির বানতেন প্রদেশের একটি কারাগারে এ ঘটনা ঘটে।
এ নিয়ে ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকারকর্মী রিকা আপ্রিয়ান্তি বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের যে ব্লকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে, সেখানে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী অবস্থান করছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন বন্দী।
স্থানীয় সম্প্রচারমাধ্যম কম্পাস টিভির প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে আর গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আটজন।