হোম > বিশ্ব > এশিয়া

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় শিশুসহ নিহত ৯

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (আইএসকেপি)। এতে প্রাণ হারায় ১৭৫ জন। ফের গতকাল রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলার ঘটনা ঘটে। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএসকেপি) সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেই হামলায় তিন শিশুসহ নয়জন নিহত হয়েছেন। 

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ছয় শিশু রয়েছে। মোট নিহত নয়জনের সকলেই একই পরিবারের সদস্য। 

নিরীহ মানুষের জীবনের সম্ভাব্য ক্ষতির জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, গাড়ির ভেতর প্রচুর বিস্ফোরক থাকায় গাড়ি লক্ষ্য করে হামলার পর বিশাল বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের কারণেই বেসামরিক মানুষ নিহতের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এক জ্যৈষ্ঠ মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলাকারীরা কাবুল বিমানবন্দরের দিকে হামলা চালাতে যাচ্ছিল। সে সময় গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাড়ি লক্ষ্য করে রোববারের ওই ড্রোন হামলায় ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএসকেপি) দুই সদস্য নিহত হয়েছেন।

এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (আইএসকেপি)।

উল্লেখ্য, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত ১ লাখ ১৪ হাজারের বেশি আফগান নাগরিক ও বিদেশিদের সরিয়ে নেওয়া হয়েছে।   

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর

ইন্দোনেশিয়ায় ড্রোন সরবরাহ প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন, নিহত ২০

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়েছে সংঘাত, নিহত ৭

৭.৬ মাত্রার ভূমিকম্পে জাপানে আহত ৩০, সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে

অস্ট্রেলিয়ায় তরুণীকে হত্যার পর ৪ বছর ভারতে লুকিয়ে ছিলেন ঘাতক