হোম > বিশ্ব > এশিয়া

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় শিশুসহ নিহত ৯

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (আইএসকেপি)। এতে প্রাণ হারায় ১৭৫ জন। ফের গতকাল রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলার ঘটনা ঘটে। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএসকেপি) সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেই হামলায় তিন শিশুসহ নয়জন নিহত হয়েছেন। 

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ছয় শিশু রয়েছে। মোট নিহত নয়জনের সকলেই একই পরিবারের সদস্য। 

নিরীহ মানুষের জীবনের সম্ভাব্য ক্ষতির জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, গাড়ির ভেতর প্রচুর বিস্ফোরক থাকায় গাড়ি লক্ষ্য করে হামলার পর বিশাল বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের কারণেই বেসামরিক মানুষ নিহতের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এক জ্যৈষ্ঠ মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলাকারীরা কাবুল বিমানবন্দরের দিকে হামলা চালাতে যাচ্ছিল। সে সময় গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাড়ি লক্ষ্য করে রোববারের ওই ড্রোন হামলায় ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএসকেপি) দুই সদস্য নিহত হয়েছেন।

এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স (আইএসকেপি)।

উল্লেখ্য, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত ১ লাখ ১৪ হাজারের বেশি আফগান নাগরিক ও বিদেশিদের সরিয়ে নেওয়া হয়েছে।   

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়