হোম > বিশ্ব > এশিয়া

নিউজিল্যান্ডের সংসদে হাকা, দুনিয়া কাঁপানো সেই সাংসদেরা বরখাস্ত

আজকের পত্রিকা ডেস্ক­

নিউজিল্যান্ডের সংসদে হাকা প্রতিবাদ জানিয়ে দুনিয়া জুড়ে পরিচিতি পান হানা মাইপি ক্লার্ক। ছবি: বিবিসি

সম্প্রতি নিউজিল্যান্ডের সংসদে মাওরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হাকা নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে দুনিয়া জুড়ে পরিচিতি পেয়েছেন বিরোধী দল তে-পাতি মাওরি পার্টির সংসদ সদস্য হানা মাইপি ক্লার্ক। এই প্রতিবাদে তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন আরও দুই মাওরি এমপি। এবার তিন সাংসদকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, বিরোধী দল তে-পাতি মাওরি পার্টির সংসদ সদস্য হানা মাইপি ক্লার্ককে সাত দিনের জন্য বরখাস্ত করা হয়েছে। আর দলটির দুই সহ-নেতা রাওইরি ওয়াইতিতি ও ডেবি এনগারেওয়া-প্যাকারকে ২১ দিনের জন্য সংসদ কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।

নিউজিল্যান্ডের সংসদে বিরোধী ওই পার্টিকে যখন প্রশ্ন করা হয়—তারা মাওরি জনগোষ্ঠীর সঙ্গে ব্রিটিশ রাজের ১৮৪০ সালের চুক্তি পুনঃ ব্যাখ্যা করার একটি বিতর্কিত বিলকে সমর্থন করে কি না, তখনই তিন সাংসদ হাকা শুরু করেন। ‘ট্রিটি প্রিন্সিপালস’ নামের এই বিলটি শেষ পর্যন্ত অবশ্য বাতিলই করা হয়েছে। এই বিল দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি করেছিল এবং গত নভেম্বরে পার্লামেন্টের সামনে ৪০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেন।

ডেবি এনগারেওয়া-প্যাকার বলেন, ‘আমাদের মাওরি হওয়ার কারণে শাস্তি দেওয়া হয়েছে। আমরা আমাদের জনগণের দাবি ও প্রত্যাশাকেই সবার আগে গুরুত্ব দেই।’

এদিকে তিন সাংসদের বরখাস্ত নিয়ে সংসদে তীব্র বিতর্ক হয়। পররাষ্ট্র মন্ত্রী উইনস্টন পিটার্স তে পাতি মাওরি পার্টিকে ‘চরমপন্থী দল’ বলায় ক্ষমা চাইতে বলা হয়। আর বরখাস্ত হওয়া সবচেয়ে কম বয়সী ও আলোচিত সাংসদ মাইপি ক্লার্ক আবেগ নিয়ে বলেন, ‘আমাদের কণ্ঠ কি এতই উচ্চ যে শাস্তি পেতে হচ্ছে?’

সংসদের একটি কমিটি জানিয়েছে, হাকা করার ফলে সংসদ সাময়িকভাবে থেমে যায় এবং এটি অন্য সদস্যদের শঙ্কিত করতে পারে। তবে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন দাবি করেছেন, শাস্তির বিষয়টি হাকার বিরুদ্ধে নয়, বরং সংসদের নিয়ম না মানার বিরুদ্ধে।

এই শাস্তিই নিউজিল্যান্ডে কোনো সাংসদের জন্য দীর্ঘতম বরখাস্ত। আগে সর্বোচ্চ বরখাস্তের সময় ছিল তিন দিন। তবে বিলটি বাতিল হওয়ায় মাওরি জনগণের পক্ষে এটি ছিল বড় এক বিজয়।

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা

থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় বন্যা, ভ্রমণের আগে পর্যটকদের যা জানা দরকার