হোম > বিশ্ব > এশিয়া

যুক্তরাষ্ট্রে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্টের যাত্রাবিরতি, কঠোর বার্তা দিল চীন

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইয়ের সংক্ষিপ্ত যুক্তরাষ্ট্র সফর নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীন বলেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ‘দৃঢ় ও জোরালো পদক্ষেপ’ নিতে তারা পিছপা হবে না।

আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আজ রোববার লাই প্যারাগুয়ে যাওয়ার পথে যাত্রা বিরতিতে নিউইয়র্কে নামেন। এর কিছুক্ষণ পরেই চীন এমন প্রতিক্রিয়া জানায়।

আগামী জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। লাই এবার নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী। তিনি প্যারাগুয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। তাইপেই ফেরত যাওয়ার পথে ফের যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে যাত্রাবিরতির কথা সফরসূচিতে রয়েছে।

তাইওয়ানকে নিজের ঐতিহাসিক অংশ বলে দাবি করে চীন। লাই নিউইয়র্ক অবতরণ করার পরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ‘তাইওয়ানের কোনো বিচ্ছিন্নতাবাদীর’ সফরের বিরোধিতা করে চীন।

চীন বলে, ‘লাই অযৌক্তিকভাবে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী অবস্থান মেনে চলেন। তিনি বরাবরই এ নিয়ে সমস্যা সৃষ্টি করেন।’

বিবৃতিতে আরও বলা হয়, তাইওয়ান হলো চীনের আগ্রহেরও মূলে। বিভিন্ন ঘটনাবলিতে এটা বারবার প্রমাণিত হয়েছে যে, তাইওয়ানকে ঘিরে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার জন্য ‘স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্রের ওপর তাইওয়ানের নির্ভরশীলতা’ দায়ী।

লাই স্বাধীনতার বিষয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইঙ্গওয়েনের চেয়ে তুলনামূলক বেশি স্পষ্টভাষী। তিনি তাইওয়ানকে চীনের অংশ মানতে নারাজ। তাই বেইজিং তাঁর প্রতি বৈরীভাব পোষণ করে।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে