হোম > বিশ্ব > এশিয়া

বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র এখন তালেবানের হাতে

রাজধানী কাবুলসহ আফগানিস্তানের প্রায় সব কটি প্রদেশ দখলে নিয়েছে তালেবান। এখনো কোনো সরকার গঠন না হলেও তালেবানই প্রায় সবকিছু নিয়ন্ত্রণ করছে। রাস্তার মোড়ে মোড়ে পাহারা দিচ্ছে, গাড়ি নিয়ে টহল দিচ্ছেন তালেবান সদস্যরা। তাঁদের অনেকের হাতে দেখা যাচ্ছে মার্কিন অস্ত্র।

মাসখানেক আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করে। যেখানে দেখা যায়, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে থরে থরে সাজানো রয়েছে সাতটি ব্র্যান্ড নিউ মার্কিন হেলিকপ্টার।

এর দিন দুয়েক পর নতুন হেলিকপ্টারের প্রসঙ্গ টেনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সাংবাদিকদের বলেছিলেন, ‘আফগানিস্তানে আমাদের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। ধীরে ধীরে আরও ডঙ্কার আওয়াজ শুনবেন আপনারা।’

কিন্তু নির্মম পরিণতি হলো, আফগানিস্তানে পেন্টাগনের পাঠানো সিংহভাগ অস্ত্র, গোলা-বারুদ, সামরিক হেলিকপ্টার, সাঁজোয়া যানসহ বিভিন্ন ধরনের মূলবান যুদ্ধসরঞ্জাম চলে গেছে তালেবানের হাতে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, যেসব মার্কিন অস্ত্র নষ্ট করা হয়নি, বলতে গেলে তার সবকিছু তালেবানের করতলগত হয়েছে।

আরেক কর্মকর্তা বলেন, এ পর্যন্ত কী পরিমাণ অস্ত্র তালেবানের হাতে গেছে তার সঠিক হিসাব করা কঠিন। ধারণা করা হচ্ছে দুই হাজারের অধিক সাঁজোয়া যান এবং প্রায় ৪০টি যুদ্ধবিমান তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। সাঁজোয়া যানের মধ্যে সর্বশেষ প্রযুক্তির ‘হাম্বি’ এবং যুদ্ধবিমানের মধ্যে ইউএইচ-৬০ ব্ল্যাক হকস, স্কাউট অ্যাটাক হেলিকপ্টার এবং স্ক্যানইগল সামরিক ড্রোনও রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

একাধিক বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তা তালেবানের হাতে পেন্টাগনের অস্ত্র যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, এসব অস্ত্র সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। তা ছাড়া সেখানে তৎপর ইসলামিক স্টেট (আইএস), আইএস খোরাসানসহ নানা সন্ত্রাসী গ্রুপের হাতেও এসব অস্ত্র চলে যেতে পারে, যা অঞ্চলটিতে মার্কিন স্থাপনা বা স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।

এমনকি এসব অস্ত্র চীন এবং রাশিয়ার মতো যুক্তরাষ্ট্রবিরোধীদের হাতেও পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য মাইকেল ম্যাককল বলেন, ‘যা শুনছি তা রীতিমতো আতঙ্কজনক। এটা যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের জন্য বড় ধরনের হুমকি।’

অন্যদিকে গত বুধবার দুই ডজনের বেশি রিপাবলিকান সিনেটর তালেবান ইতিমধ্যে কী পরিমাণ যুদ্ধসরঞ্জাম দখলে নিয়েছে এবং বাকিগুলো দেশে ফিরিয়ে আনার জন্য কী পরিকল্পনা হচ্ছে, তা নিয়ে শিগগিরই বিস্তারিত জানাতে দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০০২ থেকে ২০১৭ সালের মধ্যে যুক্তরাষ্ট্র আফগান সেনাবাহিনীকে প্রায় ২ হাজার ৮০০ কোটি ডলারের যুদ্ধসরঞ্জাম সরবরাহ করেছে।

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়