হোম > বিশ্ব > এশিয়া

ভারত-বাংলাদেশ সীমান্ত বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং সীমান্ত: বিএসএফ

কলকাতা প্রতিনিধি

ভারত-বাংলাদেশ সীমান্ত বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং সীমান্ত। আজ মঙ্গলবার কলকাতায় বার্ষিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করলেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি অনুরাগ গর্গ। 

অনুরাগের মতে, সীমান্তের উভয় পারের মানুষ পাশাপাশি বসবাস করায় সমস্যায় পড়তে হচ্ছে দুই বন্ধু দেশের সীমান্তরক্ষীদের। তবে চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিবির সঙ্গে সমন্বয় রক্ষা করেই বিএসএফ কাজ করছে বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, সীমান্ত সৌহার্দ্য বজায় রাখতে সম্প্রতি ৫৫ জন বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিয়েছেন তাঁরা। সেই সঙ্গে সীমান্তে অপরাধ দমন এবং চোরাকারবার রোধে উভয় বাহিনীর সাফল্যের কথা বলেন গর্গ। 

চোরাকারবারিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বার্ষিক সংবাদ সম্মেলনে এদিন বাহিনীর তরফে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র তথা ডিআইজি সুরজিত সিং গুলেরিয়া জানান, তাঁদের অধীনে থাকা ৯১৩ কিলোমিটারেরও বেশি ভারত-বাংলাদেশ সীমান্তে ২০২১ সালে ২ হাজার ৩৬ জন বাংলাদেশি ও ৮৬০ ভারতীয়কে অপরাধের কারণে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তে ৬০ জন অন্য দেশের নাগরিকও গ্রেপ্তার হয়েছে। চোরাচালান ও মানব পাচারে যুক্ত ৮৪ জন দালালও ধরা পড়েছে গত বছর। করোনা পরিস্থিতির মধ্যেও ১ লাখ ৬৪ হাজার ৭৭৭ বোতল ফেনসিডিল ও প্রায় সাড়ে তিন কিলো সোনাসহ প্রচুর চোরাচালানসামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বিএসএফ। 

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!