হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারে জান্তাবাহিনীর হাতে ২ হাজার গণতন্ত্রপন্থী যোদ্ধা নিহত: এনইউজি

মিয়ানারে জান্তাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন নির্বাচিত সরকারকে অপসারণ করে ক্ষমতা দখলের পর থেকে এখন পর্যন্ত অন্তত ২ হাজার গণতন্ত্রপন্থী যোদ্ধা নিহত হয়েছে। দেশটির গণতন্ত্রপন্থী নেতৃত্বের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যের সরকার বা এনইউজি-এর প্রধান দুয়া লাশি লা এই তথ্য জানিয়েছেন। জান্তাবাহিনীকে মোকাবিলায় তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে সামরিক সহযোগিতা চেয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে, গত বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এনইউজির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়ার লাশি লা বলেছেন—‘আমরা মৃত্যুকে আমাদের লক্ষ্য অর্জনের মূল্য হিসেবেই বিবেচনা করছি।’ পেশায় শিক্ষক ও আইনজীবী দুয়া লাশি লা সত্তরের দশকে কাচিন রাজ্যে অবস্থিত তাঁর নিজ বাড়ি থেকে উচ্ছেদ হয়েছিলেন। তার পর থেকেই তিনি লড়ছেন দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে। 

মিয়ানমারের সামরিক বাহিনী দুয়া লাশি লা এবং তাঁর সহকর্মীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে এবং নাগরিকদের সঙ্গে তাদের যোগাযোগ করার সব উপায় বন্ধ করে দিয়েছে। তবে প্রকৃতপক্ষে এনইউজি মিয়ানমারের সাধারণ জনগণের কাছ থেকে ব্যাপক সমর্থন লাভ করেছে। এরই মধ্যে এনইউজি পিপলস ডিফেন্স ফোর্স বা পিডিএফ নামে নিজেদের একটি সশস্ত্র গোষ্ঠ গঠন করেছে। 

দুয়া লাশি লা রয়টার্সকে বলেছেন, ‘আমি জানি না কখন আমার জীবনাবসান হবে কারণ এটা ঈশ্বরের ইচ্ছার ওপর নির্ভর করে। তবে মরার আগে আমি আমার দেশের জন্য কিছু কাজ করে যেতে ত্যাগ স্বীকারে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি অশান্তিতে বিরাজ করছে। যা দেশটির গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করেছে এবং জান্তা সরকারের বিরোধীদের বিক্ষোভ দমন করতে মারাত্মক শক্তি প্রয়োগ করেছে। 

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত