হোম > বিশ্ব > এশিয়া

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে জাপান 

ইউরোপের কয়েকটি দেশের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে পূর্ব এশিয়ার দেশ জাপান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বিষয়টি জানিয়েছেন। জাপানের রাজধানী টোকিওতে এক বৈঠকে আলোচনার সময় তিনি এ কথা জানান। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জাপানের রাজধানী টোকিওতে দেশটির ন্যাশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত বৈঠকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বলেছেন, জাপান মধ্যপ্রাচ্যে চলমান ‘শান্তি প্রক্রিয়ার’ অগ্রগতির ওপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। বৈঠকে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘাইতি উপস্থিত ছিলেন। 

জাপানের ৭১ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, তাঁর সরকার ফিলিস্তিনে কয়েক দশকব্যাপী ইসরায়েলি দখলের বিপরীতে প্রস্তাবিত ‘দ্বিরাষ্ট্রীয় সমাধান’ সমর্থন করে। তিনি বলেন, জাপান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা বোঝে এবং এই লক্ষ্য অর্জনে চলমান প্রচেষ্টাকে সমর্থন করে। 

ইয়োকো কামিকাওয়া আরও বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আমরা কীভাবে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায় তা বিবেচনায় নিয়ে এই সমস্যা ব্যাপকভাবে মোকাবিলা করতে চাই।’ এর আগে, আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘাইতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য জাপানের প্রতি আহ্বান জানিয়েছিলেন। 

টোকিওতে জাপান ন্যাশনাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত পঞ্চম জাপান-আরব অর্থনৈতিক ফোরামে যোগ দিয়ে আহমেদ আবুল ঘাইতি দ্বিরাষ্টীয় সমাধানের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এটাই একমাত্র সমাধান। ইসরায়েল কর্তৃক সংঘটিত বর্ণবাদ, ফিলিস্তিনি ভূমি সংযুক্তকরণ ও তাদের ওপর নিপীড়ন বাস্তবসম্মত সমাধান নয়।’ 

আবুল ঘাইতি আরও বলেন, ‘১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ও আরবদের ওপর ইসরায়েলি দখলদারিত্ব, নিপীড়ন ও নিপীড়নের কারণে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ৭ অক্টোবর ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অপারেশন আল-আকসা ফ্লাড নামে একটি বড় আকারের অভিযান শুরু করে। ফিলিস্তিনিদের স্বাধীনতার আশাকে দমন করার তাগিদ ও আকাঙ্ক্ষা আছে ইসরায়েলের। তবে আমরা একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।’ 

এর আগে, ইউরোপের তিন দেশ নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। তার কিছুদিন আগে দেয় ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকা। সর্বশেষ গত ২১ জুন এশিয়ার দেশ আর্মেনিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা

থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় বন্যা, ভ্রমণের আগে পর্যটকদের যা জানা দরকার