হোম > বিশ্ব > এশিয়া

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে জাপান 

ইউরোপের কয়েকটি দেশের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে পূর্ব এশিয়ার দেশ জাপান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বিষয়টি জানিয়েছেন। জাপানের রাজধানী টোকিওতে এক বৈঠকে আলোচনার সময় তিনি এ কথা জানান। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জাপানের রাজধানী টোকিওতে দেশটির ন্যাশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত বৈঠকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বলেছেন, জাপান মধ্যপ্রাচ্যে চলমান ‘শান্তি প্রক্রিয়ার’ অগ্রগতির ওপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। বৈঠকে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘাইতি উপস্থিত ছিলেন। 

জাপানের ৭১ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, তাঁর সরকার ফিলিস্তিনে কয়েক দশকব্যাপী ইসরায়েলি দখলের বিপরীতে প্রস্তাবিত ‘দ্বিরাষ্ট্রীয় সমাধান’ সমর্থন করে। তিনি বলেন, জাপান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা বোঝে এবং এই লক্ষ্য অর্জনে চলমান প্রচেষ্টাকে সমর্থন করে। 

ইয়োকো কামিকাওয়া আরও বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আমরা কীভাবে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায় তা বিবেচনায় নিয়ে এই সমস্যা ব্যাপকভাবে মোকাবিলা করতে চাই।’ এর আগে, আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘাইতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য জাপানের প্রতি আহ্বান জানিয়েছিলেন। 

টোকিওতে জাপান ন্যাশনাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত পঞ্চম জাপান-আরব অর্থনৈতিক ফোরামে যোগ দিয়ে আহমেদ আবুল ঘাইতি দ্বিরাষ্টীয় সমাধানের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এটাই একমাত্র সমাধান। ইসরায়েল কর্তৃক সংঘটিত বর্ণবাদ, ফিলিস্তিনি ভূমি সংযুক্তকরণ ও তাদের ওপর নিপীড়ন বাস্তবসম্মত সমাধান নয়।’ 

আবুল ঘাইতি আরও বলেন, ‘১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ও আরবদের ওপর ইসরায়েলি দখলদারিত্ব, নিপীড়ন ও নিপীড়নের কারণে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ৭ অক্টোবর ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অপারেশন আল-আকসা ফ্লাড নামে একটি বড় আকারের অভিযান শুরু করে। ফিলিস্তিনিদের স্বাধীনতার আশাকে দমন করার তাগিদ ও আকাঙ্ক্ষা আছে ইসরায়েলের। তবে আমরা একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।’ 

এর আগে, ইউরোপের তিন দেশ নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। তার কিছুদিন আগে দেয় ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকা। সর্বশেষ গত ২১ জুন এশিয়ার দেশ আর্মেনিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি