হোম > বিশ্ব > এশিয়া

ওমান উপসাগরে অগ্নিকাণ্ডে ডুবল ইরানের সর্ববৃহৎ জাহাজ

ঢাকা: হরমুজ প্রণালির নিকটবর্তী ওমান উপসাগরে অগ্নিকাণ্ডে ডুবে গেছে ইরান নৌবাহিনীর সর্ববৃহৎ জাহাজ ‘দ্য খার্গ’। জাহাজের সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হরমুযানের সহকারী গভর্নর আলী রাউফির বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৩৩ জন নাবিক এতে আহত হয়েছেন। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৩ জন। 

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাহাজটিতে বুধবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৯৮৪ সালে ইরানের নৌবাহিনীর বহরে জাহাজটি যুক্ত হয়। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোররাত ২টা ২৫ মিনিটের দিকে ইরানের জাস্ক বন্দরের কাছে ওমান উপসাগরে ইরানি নৌবহরের সর্ববৃহৎ জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিতে জাহাজটি সেখানে গিয়েছিল। খার্গে কয়েক ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে সকল ক্রুকে নিরাপদে সরিয়ে আনা হয়। 

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, জাহাজটিকে বাঁচানোর সব চেষ্টাই শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং সেটি ডুবে যায়। 

ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি। এটি একটি গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের পাঁচ ভাগের একভাগ জ্বালানি তেল এ পথেই বিভিন্ন গন্তব্যে যায়। এই উপসাগরে ইরান নিয়মিত নৌ-মহড়া পরিচালনা করে থাকে। 

এর আগে, গত এপ্রিলে ইরান জানিয়েছিল, তাঁদের একটি জাহাজ (স্যাভিজ) লোহিত সাগরে আক্রমণের শিকার হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো জাহাজটিতে লিম্পেট মাইন হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছিল। গত ফেব্রুয়ারি থেকে একাধিক কার্গো জাহাজে হামলার ঘটনায় ইরান ও ইসরায়েল একে অপরকে দোষারোপের পর আসছে। 

উল্লেখ্য, ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে ইরান। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে ইসরায়েলিরা। 

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের