হোম > বিশ্ব > এশিয়া

করোনাভাইরাস নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন: বেইজিং 

চীনের করোনাভাইরাস নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের উদ্বেগকে ভিত্তিহীন বলে দাবি করেছে বেইজিং। গতকাল শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। 

 বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের সাংহাই কনস্যুলেটের অ-জরুরি কর্মী ও মার্কিন কর্মচারীদের পরিবারগুলো শহরে করোনাভাইরাস বিধিনিষেধের কারণে দেশে চলে যেতে পারে। 

এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক বিবৃতিতে বলেন, ‘চীনের মহামারি প্রতিরোধ নীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন। আমরা এর দৃঢ় বিরোধিতা প্রকাশ করছি।’

২০১৯ সালের শেষের দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। করোনার শুরু থেকেই চীনের সাংহাইতে করোনার প্রকোপ ছিল। আজ রোববার সাংহাইতে প্রায় ২৫ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। 

 মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেন, ‘রাষ্ট্রদূত এবং মিশনের অন্যান্য বিভাগের কর্মকর্তারা করোনার প্রাদুর্ভাব নিয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছেন। আমরা জানিয়েছি, তাঁরা চাইলে দেশে ফিরতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের জন্য হংকং, জিলিন বা সাংহাইতে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে।’ 

 চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, দেশটির মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণব্যবস্থা বৈজ্ঞানিক ও কার্যকর। 

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে