হটলাইন চালুর পর এবার নিজেদের মধ্যে সম্মুখ যোগাযোগের জন্য একটি অফিস চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়া। দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো রাখতে এটি নিয়ে ভাবছেন দুই নেতা কিম জং উন এবং মুন জা-ইন। বছর খানেক আগে যে অফিসটি উত্তর কোরিয়া ভেঙে দিয়েছে সেখানেই নতুন করে আবার যোগাযোগ অফিস বানানো হবে। আয়োজন করা হবে বৈঠক।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিল থেকেই দুই নেতার মধ্যে চিঠি আদান-প্রদান চলছে। বিশ্লেষকেরা বলছেন, সম্পর্ক আগের অবস্থানে নিয়ে যেতে উদ্যোগ নিয়েছেন দক্ষিণ কোরিয়ার মুন-জা ইন। আয়োজিত বৈঠকে এ দুই নেতা থাকবেন। তবে সে বৈঠক কবে হবে তা জানানো হয়নি। করোনাভাইরাসের কারণে দেরি হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র। ভার্চুয়াল বৈঠক আয়োজনেরও চিন্তা করা হচ্ছে। তবে সম্পর্কের চলমান অগ্রগতি নিয়ে কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া।