হোম > বিশ্ব > এশিয়া

দক্ষিণের সঙ্গে আর পুনরেকত্রীকরণ চায় না উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আর একীভূত হতে চায় না উত্তর কোরিয়া। এমনটাই জানিয়েছেন উত্তরের প্রেসিডেন্ট কিম জং উন। পাশাপাশি তিনি অঙ্গীকার করেছেন, নতুন বছর অর্থাৎ ২০২৪ সালে কক্ষপথে আরও ৩টি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠাবে তাঁর দেশ। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে কিম জং উন বলেছেন, আন্তকোরীয় সম্পর্ক এখন দুই শত্রুভাবাপন্ন দেশ ও যুদ্ধরত দুই বিদ্রোহীর মধ্যকার একটি সম্পর্ক হয়ে উঠেছে। তিনি আরও বলেন, ‘আমাদের জন্য বাস্তবতা স্বীকার করার ও দক্ষিণের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে স্পষ্ট করার সময় এসেছে।’ 

এ সময় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে বলেন, ‘ওয়াশিংটন ও সিউল যদি পিয়ংইয়ংয়ের সঙ্গে সামরিক সংঘর্ষের চেষ্টা করে তবে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের মতো গুরুতর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না (উত্তর কোরিয়া)।’ 

দুই কোরিয়ার পুনরেকত্রীকরণের বিষয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে, এটি একটি ভুল পথ। আমাদের আর এমন লোকজনের সঙ্গে লেনদেন করা উচিত নয়, যারা আমাদের তাদের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করেছে এবং যারা কেবল আমাদের সরকারের পতন ঘটিয়ে শোষণের মাধ্যমে পুনরেকত্রীকরণের সুযোগ খুঁজতে চায়।’ 
 
এদিকে, উত্তর কোরিয়া চলতি বছরে আরও তিনটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে। এমনটাই জানা গেছে গত রোববার প্রকাশিত কেসিএনএ-এর প্রতিবেদন থেকে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৩ সালে প্রথম নজরদারি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ ও পরিচালনার অভিজ্ঞতার ভিত্তিতে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশকে জোরালোভাবে এগিয়ে নেওয়ার জন্য ২০২৪ সালে তিনটি অতিরিক্ত নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ ঘোষণা করা হয়েছে।’ 

এর আগে, গতকাল রোববার যুক্তরাষ্ট্রের নীতি যুদ্ধকে অনিবার্য করে তুলেছে বলে মন্তব্য করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। এরই ধারাবাহিকতায় নতুন বছরে তিনটি গুপ্তচর উপগ্রহ, সামরিক ড্রোন এবং পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে