হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাজধানী দামেস্ক ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাজধানীতে কোথাও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিদ্রোহী বাহিনী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দাবি করছে, তারা রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। এর আগে বিদ্রোহীরা দক্ষিণ সিরিয়া দখলে নিয়েছে।

আজ রোববার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে এইচটিএস যোদ্ধারা। শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

তবে গতকাল শনিবার ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রেস টিভিকে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইয়াকুব রেজাজাদেহ বলেন, ‘আসাদ ও তাঁর পরিবার সিরিয়া ত্যাগ করেছেন—এ খবর সত্য নয়।’

সিএনএনের প্রতিবেদনে জানা যায়, দামেস্কে যেসব স্থানে আসাদের থাকার কথা, সেসবের কোথাও তিনি নেই। আসাদের প্রেসিডেনশিয়াল গার্ডরাও দায়িত্বে নেই। তবে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় দাবি করেছে, আসাদ রাজধানী ছেড়ে যাননি।

এর আগে শুক্রবার দামেস্কে আসাদের সঙ্গে দেখা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন উপদেষ্টা। প্রেস টিভির খবরে বলা হয়, উপদেষ্টা আলি লারিজানি আসাদকে ইরানের সমর্থন জানাতে সাক্ষাৎ করেছেন।

এর আগে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিদ্রোহীরা দেরা অঞ্চলের ৯০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণে নিয়েছে এবং কেবল সানামাইন অঞ্চল এখনো সরকারি বাহিনীর অধীনে আছে।

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন