হোম > বিশ্ব

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হলো যে ৫ দেশ

আজকের পত্রিকা ডেস্ক­

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে পাঁচ দেশ। ছবি: জাতিসংঘ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে পাঁচটি দেশ। এই দেশগুলো ২০২৬ সালের শুরু থেকে দুই বছর নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে থাকবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য পাঁচটি দেশকে নির্বাচিত করেছে। দেশগুলো হলো—বাহরাইন, কলম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লাটভিয়া এবং লাইবেরিয়া।

নিরাপত্তা পরিষদই জাতিসংঘের একমাত্র সংস্থা যা নিষেধাজ্ঞা আরোপ এবং বলপ্রয়োগের অনুমোদন দেওয়ার মতো আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে। এর ভেটো ক্ষমতাসম্পন্ন পাঁচটি স্থায়ী সদস্য রয়েছে—ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

বাকি ১০ সদস্য নির্বাচিত হয়, প্রতি বছর পাঁচটি নতুন সদস্য প্রতিস্থাপিত হয়। বাহরাইন, কলম্বিয়া, ডিআরসি, লাটভিয়া এবং লাইবেরিয়া—যারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে—তারা আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়ানা এবং স্লোভেনিয়ার স্থলাভিষিক্ত হবে।

ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আসনগুলো অঞ্চল ভিত্তিতে বরাদ্দ করা হয়। কিন্তু প্রার্থীরা তাদের গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও, তাদের সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশের বেশি সমর্থন পেতে হয়। মঙ্গলবারের ভোটে বাহরাইন ১৮৬, কঙ্গো ১৮৩, লাইবেরিয়া ১৮১, কলম্বিয়া ১৮০ এবং লাটভিয়া ১৭৮ ভোট পেয়েছে।

গত সোমবার সাধারণ পরিষদ ১৯৩ সদস্যের এই সংস্থার ৮০ তম অধিবেশনের সভাপতি হিসেবে সাবেক জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবককে নির্বাচিত করেছে। এই অধিবেশন আগামী সেপ্টেম্বরে শুরু হবে।

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

ইমরান খানকে মেরে ফেললে কী প্রতিক্রিয়া হয়, দেখতে চেয়েছে সরকার—বোনের দাবি