হোম > বিশ্ব

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হলো যে ৫ দেশ

আজকের পত্রিকা ডেস্ক­

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে পাঁচ দেশ। ছবি: জাতিসংঘ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে পাঁচটি দেশ। এই দেশগুলো ২০২৬ সালের শুরু থেকে দুই বছর নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে থাকবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য পাঁচটি দেশকে নির্বাচিত করেছে। দেশগুলো হলো—বাহরাইন, কলম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, লাটভিয়া এবং লাইবেরিয়া।

নিরাপত্তা পরিষদই জাতিসংঘের একমাত্র সংস্থা যা নিষেধাজ্ঞা আরোপ এবং বলপ্রয়োগের অনুমোদন দেওয়ার মতো আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে। এর ভেটো ক্ষমতাসম্পন্ন পাঁচটি স্থায়ী সদস্য রয়েছে—ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

বাকি ১০ সদস্য নির্বাচিত হয়, প্রতি বছর পাঁচটি নতুন সদস্য প্রতিস্থাপিত হয়। বাহরাইন, কলম্বিয়া, ডিআরসি, লাটভিয়া এবং লাইবেরিয়া—যারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে—তারা আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়ানা এবং স্লোভেনিয়ার স্থলাভিষিক্ত হবে।

ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আসনগুলো অঞ্চল ভিত্তিতে বরাদ্দ করা হয়। কিন্তু প্রার্থীরা তাদের গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও, তাদের সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশের বেশি সমর্থন পেতে হয়। মঙ্গলবারের ভোটে বাহরাইন ১৮৬, কঙ্গো ১৮৩, লাইবেরিয়া ১৮১, কলম্বিয়া ১৮০ এবং লাটভিয়া ১৭৮ ভোট পেয়েছে।

গত সোমবার সাধারণ পরিষদ ১৯৩ সদস্যের এই সংস্থার ৮০ তম অধিবেশনের সভাপতি হিসেবে সাবেক জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবককে নির্বাচিত করেছে। এই অধিবেশন আগামী সেপ্টেম্বরে শুরু হবে।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রতাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার