হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের শাসক পরিবর্তনের উদ্দেশ্য নেই ইসরায়েলের, বললেন পররাষ্ট্রমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর। ছবি: এএফপি

ইরানে হামলা শুরুর সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইরানের যে পারমাণবিক সক্ষমতা রয়েছে, তা হুমকির। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতেই তারা শুক্রবার ভোর থেকে হামলা চালাচ্ছে। তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, এটি মুখ্য উদ্দেশ্য নয়। নেতানিয়াহুর মূল লক্ষ্য, ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন। এই হামলার আড়ালে তিনি হয়তো প্রত্যাশা করছেন, এই নজিরবিহীন হামলা একধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে এবং ইসলামি প্রজাতন্ত্রের পতন হবে।

কিন্তু ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর বলেছেন, ইসরায়েল ইরানের শাসক পরিবর্তন চাচ্ছে না। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, খামেনি ইসরায়েলের সামরিক অভিযানের একটি সম্ভাব্য লক্ষ্য কিনা। জবাবে সা’আর বলেন, তাঁর সরকার ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য সামনে রাখছে না।

সা’আর বলেন, নিরাপত্তা মন্ত্রিসভা এই যুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করেছে। ইরানের শাসক পরিবর্তন এই লক্ষ্যগুলোর মধ্যে নেই। এটি ইরানের জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমরা, ইসরায়েল, ইরানের জনগণকে আমাদের শত্রু মনে করি না। ১৯৭৯ সাল পর্যন্ত, ইসলামিক বিপ্লব পর্যন্ত ইরানের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক ছিল...যখন একটি বর্বর শাসনক্ষমতায় আসে, এরাই সেই সব লোক যারা ‘আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক’ স্লোগান দেয়।

বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েল খামেনিকে হত্যার একটি পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করেছিল। কিন্তু ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

ভেনেজুয়েলা উপকূলের কাছে আরেকটি তেলবাহী ট্যাংকারকে যুক্তরাষ্ট্রের ধাওয়া

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

ভেনেজুয়েলার আরও একটি তেলের ট্যাংকার ধাওয়া করছে মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে