হোম > বিশ্ব > এশিয়া

উত্তর কোরিয়ায় ২০ হাজার অতিথি ধারণক্ষমতার নতুন বিলাসবহুল রিসোর্ট, কী আছে এতে

আজকের পত্রিকা ডেস্ক­

মেয়ে ও স্ত্রীসহ উপস্থিত থেকে রিসোর্ট উদ্বোধন করেন কিম জং উন। ছবি: কেসিএনএ

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি একটি বিলাসবহুল রিসোর্ট উদ্বোধন করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে এটিকে ‘জাতীয় সম্পদ স্তরের পর্যটন নগরী’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এই জমকালো সমুদ্রতীরবর্তী স্থাপনাটি কিম সপরিবারে উপস্থিত থেকে উদ্বোধন করেছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, গত ২৪ জুন এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ওনসান-কালমা কোস্টাল ট্যুরিস্ট জোন উদ্বোধন করা হয়। রিসোর্টটিতে ওয়াটারপার্ক, আকাশচুম্বী হোটেল এবং প্রায় ২০ হাজার অতিথি থাকার ব্যবস্থা রয়েছে।

বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশটির এটি এক বিশাল মাত্রার আড়ম্বরপূর্ণ প্রদর্শন। কেসিএনএর খবর অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ‘অভ্যন্তরীণ অতিথিদের জন্য পরিষেবা শুরু হবে’। তবে কারা এই সুবিধা পাবে বা যাতায়াতের কী ব্যবস্থা থাকবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া কালমা ট্রেন স্টেশন উন্মোচনের ঘোষণা দেয়। এটি উপকূলীয় পর্যটন এলাকায় ভ্রমণকারীদের জন্য উচ্চমানের সেবা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে। কালমা বিচ রিসোর্টটি একটি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই অবস্থিত। ফলে প্রকল্পটি বৈদেশিক মুদ্রা আয়ের একটি উৎস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে বিদেশি অতিথিদের মধ্যে কেবল রাশিয়ার রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মীরা উপস্থিত ছিলেন।

দক্ষিণ কোরিয়ার কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়াবিষয়ক অধ্যাপক লিম ইউল-চুল সিএনএনকে বলেন, ‘এই রিসোর্টের প্রাথমিক লক্ষ্য হচ্ছে পিয়ংইয়ংয়ের বিশেষ সুবিধাভোগী অভিজাত শ্রেণি, যেমন—পার্টির কর্মকর্তা এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিরা।’ তিনি আরও যোগ করেন, ওনসান-কালমা রিসোর্টের উদ্বোধন কিম জং উনের ‘সমাজতান্ত্রিক সভ্যতা’র দৃষ্টিভঙ্গির প্রতিফলন এবং পর্যটনশিল্পের মাধ্যমে অর্থনৈতিক সাফল্যের জন্য তাঁর কৌশলগত প্রচেষ্টার অংশ।

উত্তর কোরিয়ায় সমুদ্র সৈকতের পাশে বিলাসবহুল রিসোর্ট। ছবি: কেসিএনএ

স্টিমসন সেন্টারের ৩৮ নর্থ প্রোগ্রামের অনাবাসিক ফেলো র‍্যাচেল মিনইয়ং লি মনে করেন, আপাতত ওনসান-কালমা শুধু উত্তর কোরীয়দের জন্য খোলা হলেও অদূর ভবিষ্যতে সেখানে রুশদের দেখলে অবাক হব না। ওনসান-কালমার মতো একটি বড় বিচ রিসোর্টের উদ্বোধন কিমের ‘জনগণ-কেন্দ্রিক নীতি’র রাষ্ট্রীয় আখ্যানকে শক্তিশালী করতে সাহায্য করবে। সেই সঙ্গে জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর কিমের বাড়তি মনোযোগের সঙ্গে এই প্রকল্প সাযুজ্যপূর্ণ।

কোভিড-১৯ মহামারির পর থেকে উত্তর কোরিয়া আন্তর্জাতিক পর্যটন মূলত রাশিয়ার নাগরিকদের জন্য উন্মুক্ত করেছে। গত বছর ছোট ছোট রুশ পর্যটক দল তিন দিনের স্কি অবকাশের জন্য মাশিকরিওং রিসোর্ট ভ্রমণ করে। ২০১৪ সালে চালু হওয়া এই রিসোর্ট দীর্ঘদিন ধরেই পর্যটন আকর্ষণ কেন্দ্র। তবে উত্তর কোরিয়ার সব পর্যটন কেন্দ্রের মতো এখানেও কঠোর সরকারি নজরদারি ও নিয়ন্ত্রণ রয়েছে।

পর্যটকেরা সিএনএনকে জানিয়েছেন, ছবি তোলার ব্যাপারে কঠোর নিয়ম রয়েছে। এ ছাড়া সরকারি কর্মকাণ্ডের পাশাপাশি শিশুদের পরিবেশিত একটি কোরিওগ্রাফ করা নৃত্য পরিবেশনাও তাঁদের দেখানো হয়েছিল।

নতুন এই রিসোর্ট নিয়ে নানা জল্পনা চলছে। বিশ্বের অন্যতম গোপনীয় ও নিয়ন্ত্রণমূলক এই দেশ সম্ভবত আন্তর্জাতিক পর্যটনে আরও বেশি উন্মুক্ত হতে চাইছে। পর্যটনশিল্পের মাধ্যমে উত্তর কোরিয়া সম্ভবত বিদেশি মুদ্রার রিজার্ভ ও সুনাম বাড়াতে চাইছে।

এখন পর্যন্ত রুশরাই একমাত্র বিদেশি পর্যটক গোষ্ঠী, যাদের এই বিচ রিসোর্টে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ভ্লাদিভোস্তক-ভিত্তিক একটি ট্রাভেল এজেন্সি, ভস্তক ইনটুর, তিনটি ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে—একটি জুলাইয়ে এবং দুটি আগস্টে, যার মূল্য প্রায় ১ হাজার ৮৪০ ডলার। তাদের ওয়েবসাইট অনুযায়ী, প্রথম ট্যুরটি ৭ জুলাই শুরু হবে এবং আট দিন স্থায়ী হবে। ভ্রমণকারীরা পিয়ংইয়ং থেকে ওনসান হয়ে উড়োজাহাজে যাবেন, রিসোর্টে চার রাত কাটাবেন এবং কাছাকাছি মাশিকরিওং স্কি রিসোর্টেও তাঁদের নিয়ে যাওয়া হবে।

উত্তর কোরিয়ার আন্তর্জাতিক পর্যটনের সবচেয়ে উল্লেখযোগ্য পরীক্ষাটি হয়েছিল ১৯৯০-এর দশকের শেষের দিকে। এ সময় তারা দক্ষিণ-পূর্ব উপকূলে মনোরম মাউন্ট কুমগাং এলাকাটি দক্ষিণ কোরিয়ার পর্যটকদের জন্য খুলে দেয়। এটি দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নতির এক বিরল প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছিল। পরবর্তী এক দশকে প্রায় ২০ লাখ দক্ষিণ কোরীয় সেখানে ভ্রমণ করেন। পিয়ংইয়ংয়ের জন্য বৈদেশিক মুদ্রা আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠে এটি।

কিন্তু ২০০৮ সালে এক উত্তর কোরীয় সৈনিকের গুলিতে এক দক্ষিণ কোরীয় পর্যটক নিহত হওয়ার পর এই উদ্যোগ আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়।

কিম জং উন নিজেও কালমা বিচ রিসোর্ট নির্মাণস্থল অন্তত সাতবার পরিদর্শন করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, তিনি সেখানে উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

উদ্বোধন অনুষ্ঠানে কিমের স্ত্রী রি সোল জু এবং মেয়ে কিম জু আয়ে উপস্থিত ছিলেন।

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

ব্রাজিলে ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত