ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর বাত ইয়াম। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার কিছু পর শহরটির একটি আবাসিক ভবনে আঘাত হানে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটি। নিখোঁজ রয়েছেন আরও ৩৫ জন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। শুধু বাত ইমাম নয়, হামলা হয়েছে রেহোভোত ও রামাত গানেও। ছবিতে দেখে নিন ইসরায়েলের ক্ষয়ক্ষতির কিছু স্থিরচিত্র—
ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলি শহর বাত ইয়ামে বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে ৩৫ জন। ছবি: এএফপিইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাত ইয়ামের ৮ তলা একটি ভবন। হামলার পর ওই ভবন থেকে বহু ইসরায়েলিকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছবি: এএফপিইরানের পরমাণু কর্মসূচিকে নিজের অস্তিত্বের জন্য হুমকি মনে করে ইসরায়েল। তেল আবিবের ভাষ্য—তেহরানের এই পরমাণু কর্মসূচি বন্ধ করতেই হামলা চালিয়েছে তারা। ছবি: এএফপিবাত ইয়ামে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান করছেন জরুরি সেবাদানকারীরা। ছবি: এএফপিমধ্যরাতে বাত ইয়াম শহরে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে তল্লাশি শুরু করেন। উদ্ধারকাজ সম্পন্ন করতে অন্তত একদিন লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছবি: এএফপি