হোম > বিশ্ব

মাস্ককে তুরস্কে টেসলার কারখানা গড়তে বললেন এরদোয়ান  

তুরস্কে টেসলা গাড়ির কারখানা স্থাপন করতে কোম্পানির সিইও ইলন মাস্কের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আজ সোমবার সরকারি দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মাস্কের বরাতে প্রতিবেদনে বলা হয়, তুর্কি সরবরাহকারীরা বেশ আগে থেকেই টেসলার সঙ্গে কাজ করছে। এমনকি টেসলার পরবর্তী কারখানা নির্মাণের জন্য তুরস্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থী বলেও উল্লেখ করেছেন মাস্ক।

এ বিষয়ে জানতে চাইলে টেসলা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদলু বলছে, নিউইয়র্কের জাতিসংঘের পাশে এক বহুতল ভবন টার্কিশ হাউসে বৈঠকের সময় এরদোয়ান ও মাস্ক এ বিষয়ে আলোচনা করেছেন। জাতিসংঘের সাধারণ সমাবেশের ৭৮তম আসরে অংশগ্রহণ করতে এরদোয়ান এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্টারলিংক প্রতিষ্ঠার যেকোনো বিষয়ে তুরস্ক সহযোগিতা করবে বলে বৈঠকে জানান এরদোয়ান। স্টারলিংক হলো- মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রকল্প।

মাস্ক বলেন, তুর্কিতে স্টারলিংক স্যাটেলাইট সেবার জন্য প্রয়োজনীয় লাইসেন্স পেতে স্পেসএক্স তুর্কি সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

প্রতিবেদনে আরও বলা হয়, এরদোয়ান মাস্ককে সেপ্টেম্বরের শেষ দিকে তুরষ্কের ইজমির শহরে অনুষ্ঠিতব্য তুর্কি অ্যারোস্পেস ও টেকনোলজি ফেস্টিভাল ‘টেকনোফেস্টে’ অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মাস্কও এ আমন্ত্রণ সোৎসাহে গ্রহণ করেছেন।

আজ সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে ক্যালিফোর্নিয়ায় দেখা করবেন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফর্মে (টুইটার) মাস্ক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি নিয়ে তাঁরা আলোচনা করবেন।

গত আগস্টে টেসলা ভারতে কারখানা নির্মাণের আগ্রহ প্রকাশ করে। এতে স্বল্প ব্যয়ে বৈদ্যুতিক বাহন তৈরি করা হবে।

এখন টেসলার ৬টি কারখানা রয়েছে। সপ্তম কারখানাটি মেক্সিকোর নিভো লিয়ন প্রদেশের উত্তরাঞ্চলে তৈরি করা হচ্ছে। এভাবে কারখানা স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে তাঁদের বাণিজ্য সম্প্রসারণ করে চলেছে। গত মে তে মাস্ক বলেন, এ বছরের শেষে টেসলা পরবর্তী কারখানা তৈরির জন্য নতুন জায়গা নির্বাচন করবে।

গত শনিবার টেসলা ৫০লাখতম গাড়ি তৈরি করার কথা উল্লেখ করে বলে, চলতি বছরে টেসলার শেয়ারের দর ১২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

বিক্ষোভ দমনে ইরানের সেনাবাহিনীর ‘রেডলাইন’ ঘোষণা

কিউবার অর্থনীতি ভঙ্গুর হলেও সরকার পতনের ঝুঁকি নেই, কারণ জানাল সিআইএ

সামাজিক বিপ্লবের দ্বারপ্রান্তে ইরান, সত্তর দশকের চীনের প্রতিচ্ছবি দেখছেন বিশ্লেষকেরা

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া