হোম > বিশ্ব

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে তুরস্ক ছাড়ল ইসরায়েলের উদ্ধারকারী দল 

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে তুরস্ক ছাড়ল ভূমিকম্পে উদ্ধার সহায়তায় আসা ইসরায়েলের একটি ত্রাণ সংস্থার কর্মীরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, ছয় দিন থাকার পর রোববার তুরস্ক ছেড়েছে ‘ইউনাইটেড হাটজালাহ’ নামের ওই সংস্থার অনুসন্ধান ও স্বেচ্ছাসেবী দলের সদস্যরা।

ইউনাইটেড হাটজালাহর উদ্ধার অভিযানের ভাইস প্রেসিডেন্ট ডভ মাইসেল জানিয়েছেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুরস্ক ছেড়ে গেছে আমাদের কর্মীরা। সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত তুরস্কের এই অঞ্চলে আমাদের দল পাঠানো ঝুঁকি ছিল। জীবন রক্ষার স্বার্থে জরুরি পদক্ষেপ নিয়েছি।’

 
এর আগে একই কারণ দেখিয়ে জার্মানি ও অস্ট্রিয়ার উদ্ধারকারী দল তুরস্ক ছেড়ে চলে যায়। জার্মানি থেকে আসা উদ্ধারকারী দল ও অস্ট্রিয়ার সেনাবাহিনী গত শনিবার তাদের উদ্ধার অভিযান স্থগিত করে। জার্মান গ্রুপ আইএসএআর জানায়, সিরিয়া সীমান্তে স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। তাই নিরাপত্তা বিবেচনায় দেশে ফিরে যান উদ্ধারকারী দলের কর্মীরা।

গত সোমবারের তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে এরই মধ্যে। তুরস্কে নিহতের সংখ্যা ২৯ হাজারের বেশি। আর সিরিয়ায় মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সপ্তম দিনের উদ্ধার অভিযানেও ধ্বংসস্তূপের নিচ থেকে প্রাণের সন্ধান মিলছে। উদ্ধারকারীরা বলছেন, যত সময় গড়াচ্ছে, ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮