হোম > বিশ্ব

ব্রাজিলে পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষ, নিহত ১৩ 

ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনিরোর বাইরে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ওই এলাকায় একজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারে অভিযানে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনিরো। এই শহরের উত্তর-পূর্বে সাও গনকালো শহরের সালগুইরো নামের শ্রমিকপাড়ায় প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই সন্দেহভাজন সন্ত্রাসী। এদের মধ্যে উত্তরাঞ্চলীয় রাজ্য প্যারার একজন শীর্ষ মাদক সন্ত্রাসী লিওনার্দো কস্তা আরাউজোও রয়েছেন। সম্প্রতি এই এলাকায় বেশ কয়েকজন পুলিশকে হত্যা করেছেন তিনি। পুলিশের ধারণা, তিনি এই এলাকায় লুকিয়ে ছিলেন। 

বৃহস্পতিবারের অভিযানে আরাউজোকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ। অভিযানে পুলিশের হেলিকপ্টার ও সাঁজোয়া যান ব্যবহার করা হয়েছিল। 

শহর এলাকার বাইরের বস্তিগুলোতে নিয়মিতই অভিযান চালায় রিও রাজ্যের পুলিশ বাহিনী। রিও ডি জেনিরোর গভর্নর ক্লাউদিও কাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘আমরা রিওকে অন্য রাজ্যের ডাকাতদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দেব না। 

পুলিশ বলেছে, বৃহস্পতিবারের অভিযানে স্থানীয় তিন ব্যক্তি যাঁরা অপরাধের সঙ্গে জড়িত নন, তাঁরাও আহত হয়েছেন।

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

মার্কিন নজর এড়িয়ে কীভাবে তেল পাচার করে ভেনেজুয়েলার গোপন নৌবহর

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র