হোম > বিশ্ব

ব্রাজিলিয়ান ভাইপারের বিষে করোনার প্রতিষেধকের আশা 

ব্রাজিলিয়ান ভাইপারের বিষে করোনার প্রতিষেধকের আশা করছেন বিজ্ঞানীরা। এটি বানরের দেহে করোনার প্রতিলিপি থামাতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, করোনার ওষুধ তৈরিতে এটি সম্ভাব্য প্রথম ধাপ। বিজ্ঞানবিষয়ক জার্নাল মলেকিউলসে এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে। 

গবেষণায় বলা হয়, জারারাকুসু পিট ভাইপার নামের ব্রাজিলিয়ান সাপের বিষের অণু করোনার প্রতিলিপির ক্ষমতা ৭৫ শতাংশ কমিয়ে দিয়েছে। 

এ নিয়ে ইউনিভার্সিটি অব সাও পাওলোর প্রফেসর এবং গবেষণা দলের সদস্য রাফায়েরল গুইদো বলেন, আমরা দেখাতে সক্ষম হয়েছি যে সাপের বিষ ভাইরাসের একটি গুরুত্বপূর্ণ প্রোটিনকে থামাতে সক্ষম হয়েছে। 

সাপের বিষের সেই অণুটি হলো একটি পেপটাইড। এটি মূলত অ্যামাইনো এসিডের একটি ক্ষুদ্র শৃঙ্খল, যা অন্য কোষগুলোর ক্ষতি না করেই পিএলপ্রো নামে করোনাভাইরাসের একটি এনজাইমের সঙ্গে যুক্ত হতে পারে। এই এনজাইমটি করোনার বংশবিস্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের জন্য আগে থেকেই পরিচিত পেপটাইড। আর এটি গবেষণাগারেই তৈরি করা যায়। ফলে পেপটাইড পাওয়ার জন্য সাপ শিকার বা চাষের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন গুইদো। 

সাও পাওলোর জীবপ্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বুটান্টান ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জিউসেপ পুয়ার্তো বলেন, আমরা ব্রাজিলের চারপাশে জারারাকুসু পিট ভাইপার শিকারে বের হওয়া মানুষদের ব্যাপারে সতর্ক, তারা ভাবছে তারা পৃথিবীকে বাঁচাবে...এটা ঠিক নয়! 

গবেষকরা এবার পেপটাইডের বিভিন্ন ডোজের কার্যকারিতা এবং এটি জীবকোষে করোনাভাইরাসের প্রবেশ সরাসরি ঠেকিয়ে দিতে পারে কি না তা পরীক্ষা করবেন। 

মানবদেহে এই উপাদানটির কার্যকরিতার বিষয়ে আশাবাদী গবেষকরা, তবে তার সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তারা। 

জারারাকুসু পিট ব্রাজিলে পাওয়া অন্যতম বৃহত্তম সাপ। এটি লম্বায় ছয় ফুট পর্যন্ত হতে পারে। বিষাক্ত এই সাপটি আর্জেন্টিনা, বলিভিয়া ও প্যারাগুয়েতেও পাওয়া যায়। 

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলার উপকূলে আবার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা