হোম > বিশ্ব > ইউরোপ

ফিলিস্তিনপন্থী সংগঠনের প্রতি সমর্থন, লন্ডনে গ্রেপ্তার ২০

আজকের পত্রিকা ডেস্ক­

লন্ডনে পার্লামেন্ট স্কয়ারে গতকাল শনিবার প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানানোর অভিযোগে লন্ডনে ২০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার লন্ডনে পার্লামেন্ট স্কয়ার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতি ব্রিটেনের সমর্থনের প্রতিবাদে সম্প্রতি এক বিমানঘাঁটিতে ঢুকে দুটি বিমান ক্ষতিগ্রস্ত করেন প্যালেস্টাইন অ্যাকশনের সদস্যরা। এর প্রতিক্রিয়ায় গত মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাদের নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকার।

গত শুক্রবার গভীর রাতে ব্রিটিশ পার্লামেন্টে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণার বিপক্ষে আনা জরুরি আপিলও আদালতে খারিজ হয়ে যায়। এরপর মধ্যরাত থেকে সংগঠনটির ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই ওই ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা ঘটে।

যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইনে কোনো নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন জানানো, প্রকাশ্যে অনুমোদন দেওয়া বা তাদের প্রতীক প্রদর্শন করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছর কারাদণ্ড ও জরিমানা।

রয়টার্স জানিয়েছে, সংগঠনটি নিষিদ্ধ করার প্রতিবাদে গতকাল ওয়েস্টমিনস্টারের পার্লামেন্ট স্কয়ারে প্ল্যাকার্ড হাতে জড়ো হন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকেরা।

প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে।’

স্কাই নিউজের ভিডিও প্রতিবেদনে দেখা যায়, পার্লামেন্ট স্কয়ারে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর ভাস্কর্যের পাশ থেকে কয়েকজন সমর্থককে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। সমর্থকেরা উচ্চ স্বরে প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানাচ্ছিলেন।

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যু’র মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করলেন ট্রাম্প

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই