হোম > বিশ্ব

করোনার টিকা নেবেন না বলসোনারো  

করোনা ভাইরাসের টিকা নেবেন না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় মঙ্গলবার ব্রাজিলের জোভেম প্যান রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন । 

যদিও এর আগে  ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছিলেন, সর্বশেষ ব্রাজিলিয়ান হিসেবে তিনি টিকা নেবেন।    

সাক্ষাৎকারে বলসোনারো বলেন, `আমি সিদ্ধান্ত নিয়েছি যে ভ্যাকসিন নেব না। আমি নতুন গবেষণাগুলো দেখছি। আমার সর্বোচ্চ রোগপ্রতিরোধ ক্ষমতা রয়েছে। তাহলে কেন ভ্যাকসিন নেব?'

করোনাভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে সমালোচিত হয়েছেন বলসোনারো। করোনা টিকা নিয়ে বেফাঁস মন্তব্যও করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।  গত ডিসেম্বরে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো বলেন, ফাইজার ও বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন গ্রহণ করলে মানুষ কুমিরে পরিণত হতে পারে। 

ব্রাজিলের দুই ডোজ টিকা গ্রহণকারীদের জন্য দেওয়া স্বাস্থ্য পাসের বিরোধিতাও করেছেন বলসোনারো। ব্রাজিলের কিছু বড় শহরে প্রবেশ করতেও ব্রাজিলিয়ানদের টিকা দেওয়ার প্রমাণ স্বাস্থ্য পাসের মাধ্যমে দিতে হচ্ছে। 

এ নিয়ে বলসোনারো বলেন, যদি কেউ ভ্যাকসিন দিতে না চায়, এটি তার অধিকার। 

ব্রাজিলের ২১ কোটি ৩০ লাখ মানুষের মধ্যে ১০ কোটি মানুষকে এরই মধ্যে করোনার দুই ডোজ টিকা দেওয়া  হয়েছে। এ ছাড়া আরও পাঁচ কোটি মানুষকে করোনার এক ডোজ টিকা দেওয়া হয়েছে।  

গত সপ্তাহে ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পর বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। 

পুতিনের হাতে ভগবদ্গীতা তুলে দিলেন মোদি

অস্ট্রেলিয়ায় ‘এশিয়ান এল চ্যাপোকে’ ১৬ বছরের কারাদণ্ড

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের