হোম > বিশ্ব

করোনার টিকা নেবেন না বলসোনারো  

করোনা ভাইরাসের টিকা নেবেন না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় মঙ্গলবার ব্রাজিলের জোভেম প্যান রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন । 

যদিও এর আগে  ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছিলেন, সর্বশেষ ব্রাজিলিয়ান হিসেবে তিনি টিকা নেবেন।    

সাক্ষাৎকারে বলসোনারো বলেন, `আমি সিদ্ধান্ত নিয়েছি যে ভ্যাকসিন নেব না। আমি নতুন গবেষণাগুলো দেখছি। আমার সর্বোচ্চ রোগপ্রতিরোধ ক্ষমতা রয়েছে। তাহলে কেন ভ্যাকসিন নেব?'

করোনাভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে সমালোচিত হয়েছেন বলসোনারো। করোনা টিকা নিয়ে বেফাঁস মন্তব্যও করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।  গত ডিসেম্বরে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো বলেন, ফাইজার ও বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন গ্রহণ করলে মানুষ কুমিরে পরিণত হতে পারে। 

ব্রাজিলের দুই ডোজ টিকা গ্রহণকারীদের জন্য দেওয়া স্বাস্থ্য পাসের বিরোধিতাও করেছেন বলসোনারো। ব্রাজিলের কিছু বড় শহরে প্রবেশ করতেও ব্রাজিলিয়ানদের টিকা দেওয়ার প্রমাণ স্বাস্থ্য পাসের মাধ্যমে দিতে হচ্ছে। 

এ নিয়ে বলসোনারো বলেন, যদি কেউ ভ্যাকসিন দিতে না চায়, এটি তার অধিকার। 

ব্রাজিলের ২১ কোটি ৩০ লাখ মানুষের মধ্যে ১০ কোটি মানুষকে এরই মধ্যে করোনার দুই ডোজ টিকা দেওয়া  হয়েছে। এ ছাড়া আরও পাঁচ কোটি মানুষকে করোনার এক ডোজ টিকা দেওয়া হয়েছে।  

গত সপ্তাহে ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পর বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল। 

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২