হোম > বিশ্ব

চিলিতে ৫.৩ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার দেশ চিলির তারাপাকা অঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ বুধবার দুপুর ২টা ৫ মিনিটের দিকে চিলির আতাকামা মরুভূমিতে অবস্থিত কালামা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের তারাপাকা অঞ্চলে আঘাত হানে ভূমিকম্পটি। ইউরো–মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১১৮ কিলোমিটার গভীরে।

চিলির ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের বরাত নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪ এবং এর উৎপত্তিস্থল ছিল কালামা থেকে ৩৭ কিলোমিটার উত্তর–পূর্বে। চিলির নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশানোগ্রাফিক সার্ভিস জানিয়েছে, এই ভূমিকম্পটি চিলির উপকূলে সুনামির সৃষ্টি করার মতো শক্তিশালী ছিল না।

এর আগে, ১৯৬০ সালের মে মাসে চিলিতে এক ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। রিখটার স্কেলে ৯ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প চিলির ইতিহাসে সবচেয়ে বড়। এতে ৩০ ফুট উচ্চতার সুনামির সৃষ্টি হয়েছিল। ধ্বংস হয় অসংখ্য গ্রাম। এ দুর্যোগে মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে নানা মত রয়েছে। তবে কমপক্ষে ২ হাজার মানুষ মারা গিয়েছিলেন বলে ধারণা করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে চিলির একটি ঘুমন্ত আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠে। সেই আগ্নেয়গিরি থেকে ক্রমাগত শুরু হয় লাভা উদ্‌গিরণ। গোটা এলাকা ছেয়ে যায় ধোঁয়ায়। লাভা উদ্‌গিরণের ফলে আকাশের দিকে ২০ হাজার ফুট উঁচু পর্যন্ত উঠে যায় ধোঁয়া-ছাই।

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২