হোম > বিশ্ব > ইউরোপ

নিজের বজরায় হত্যাকাণ্ডের শিকার জার্মান বেস্টসেলার ঔপন্যাসিক

আজকের পত্রিকা ডেস্ক­

ইলবে নদীর হোলৎসহাফেন তীরে লম্বা একটি গোলাপি রঙের হাউসবোটে বাস করতেন আলেক্সান্দ্রা ফ্র্যোলিশ। ছবি: সংগৃহীত

জার্মানির হামবুর্গ শহরের একটি হাউসবোট থেকে দেশটির জনপ্রিয় ঔপন্যাসিক আলেক্সান্দ্রা ফ্র্যোলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫৮ বছর বয়সী লেখিকাকে সহিংসভাবে হত্যা করা হয়েছে বলে তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ রোববার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আলেক্সান্দ্রার মরদেহ উদ্ধারের পর প্রাথমিক আলামত বিশ্লেষণের পর এটিকে হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত হয়েছে তদন্তকারীরা। ঘটনাটি তদন্তের জন্য তাই মার্ডার স্কোয়াডের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের বরাতে স্থানীয় সম্প্রচারমাধ্যম এনডিআর জানিয়েছে, আলেক্সান্দ্রা ফ্র্যোলিশকে গুলি করা হয়েছিল। হামবুর্গের মুরফ্লিট জেলার ইলবে নদীর হোলৎসহাফেন তীরে লম্বা একটি গোলাপি রঙের হাউসবোটে বাস করতেন তিনি। স্থানটির আশপাশে কেউ সন্দেহজনক কিছু দেখেছেন কি না, এ ব্যাপারে সম্ভাব্য সাক্ষীদের কাছে সাহায্য চেয়েছে পুলিশ।

পুলিশের মতে, আলেক্সান্দ্রার মরদেহ প্রথম দেখতে পান তাঁর ছেলে। ধারণা করা হচ্ছে, মধ্যরাত থেকে সকাল সাড়ে ৫টার মধ্যে তাঁর মৃত্যু ঘটে।

পুলিশের এক মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, বর্তমান তথ্য অনুযায়ী, আত্মীয়রা ৫৮ বছর বয়সী লেখিকাকে তাঁর হাউসবোটে অচেতন অবস্থায় খুঁজে পান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস এসে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। আলামত বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া গেছে, তিনি সহিংসতার শিকার হয়ে মারা গেছেন।

তদন্তকারীরা সম্ভাব্য সন্দেহভাজনদের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছেন এবং খুনি নিহত ব্যক্তির পরিচিত ছিলেন কি না, তা খতিয়ে দেখছেন। পুলিশ জানিয়েছে, চলমান তদন্তের কারণে এখনই এর বেশি তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

ঘটনার স্থানটিতেও ডুবুরিরা অনুসন্ধান চালিয়েছেন। কারণ, ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি হয়তো নদীতে ফেলে দেওয়া হয়েছে।

আলেক্সান্দ্রা ফ্র্যোলিশ তাঁর কর্মজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে। শুরুর দিকে তিনি ইউক্রেনের কিয়েভে একটি নারীবিষয়ক ম্যাগাজিন প্রতিষ্ঠা করেন। পরে তিনি জার্মানিতে ‘স্টার্ন’সহ অন্যান্য ম্যাগাজিনের জন্য ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন।

২০১২ সালে তিনি তাঁর প্রথম উপন্যাস ‘মাই রাশিয়ান মাদার-ইন-ল অ্যান্ড আদার ক্যাটাস্ট্রফস’ প্রকাশ করেন। বইটি মূলত তাঁর রুশ স্বামীর সঙ্গে বিবাহিত জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা। বইটি জার্মানির প্রখ্যাত ‘দার স্পিগ্যাল’ ম্যাগাজিনের বেস্টসেলার তালিকায় দীর্ঘদিন ধরে ছিল এবং পরে এটি ফরাসি ভাষাতেও অনূদিত হয়।

২০১৬ সালে তিনি প্রকাশ করেন অপরাধভিত্তিক উপন্যাস ‘ডেথ ইজ অ্যা সার্টেইনিটি’ এবং ২০১৯ সালে ‘স্ক্যালেটনস ইন দ্য ক্লোসেট’। দুটি বই-ই পেঙ্গুইন প্রকাশনী থেকে প্রকাশিত হয়। তাঁর লেখায় রসিকতা, পারিবারিক কাহিনি ও সামাজিক প্রসঙ্গের মিশ্রণ পাওয়া যেত।

রাশিয়াকে এস–৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি