হোম > বিশ্ব

কুকুরের প্রতি ইরানি ইমামের বিরল ভালোবাসায় পরাজিত হলো নিষেধাজ্ঞা

মাথায় টুপি-পাগড়ি পরা কোনো ইমাম ইনস্টাগ্রামে এত জনপ্রিয় হবেন, তা সৈয়দ মেহেদি তাবাতাবাইকে দেখার আগে কেউ বিশ্বাস করবে না। কুকুরের প্রতি বিরল ভালোবাসাই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তাঁকে এমন জনপ্রিয় করেছে। 

৮০ হাজারের বেশি ফলোয়ারের উদ্দেশে প্রায়ই নানাভাবে নির্যাতনের শিকার এবং অবহেলিত কুকুরদের হৃদয়বিদারক গল্প শেয়ার করেন সৈয়দ মেহেদি। নিজের জিম্মায় রেখে ওই প্রাণীগুলোকে সেবা-শুশ্রূষা করেন তিনি। 

সৈয়দ মেহেদির পোস্টগুলো তাঁর ফলোয়ারদের হৃদয়কে তুমুলভাবে নাড়া দেয়। তাঁর সব পোস্টেই কমেন্ট করে দুর্দশাগ্রস্ত কুকুরদের জন্য শুভ বার্তা পাঠান দেশি-বিদেশি শত শত ফলোয়ার।

কিন্তু ইরানের মতো দেশে অবস্থান করে এ ধরনের কাজ করা একটি অসম্ভব কাজ। বিপুল সংগ্রামের মধ্য দিয়ে সৈয়দ মেহেদি এই অসম্ভবকে সম্ভব করছেন। কারণ, মুসলিম বিশ্বের কিছু দেশে কুকুরকে একটি অচ্ছুত প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। এসব দেশে তাই কুকুর দেখলেই অনেকে তেড়ে যান, লাঠিপেটা করেন, পাথর ছুড়ে মারেন। এমনকি কর্তৃপক্ষও মাঝেমধ্যে কুকুর নিধনের মতো পদক্ষেপ গ্রহণ করে। 

এ ধরনের দেশের মধ্যে ইরানকে সবার ওপরেই রাখতে হবে। কারণ, দেশটির ধর্মতন্ত্র কুকুর পালন কিংবা এই প্রাণীটির প্রতি মমতা দেখানোকে পশ্চিমা মনোভাব হিসেবে দেখে। শুধু তা-ই নয়, দেশটিতে কুকুর বিদ্বেষী আইনও চালু আছে। 

তবে এসব কোনো কিছুই কুকুরের প্রতি সৈয়দ মেহেদির ভালোবাসায় বাধা হতে পারেনি। আইন এমনকি সমাজের সঙ্গে বিরুদ্ধতা করেই নিজের কাজ করে যাচ্ছেন তিনি। রাস্তা থেকে প্রায়ই আহত ও দুর্দশাগ্রস্ত অসংখ্য কুকুর-বিড়ালকে নিজের বাড়ি নিয়ে আসছেন। সেবা দিয়ে সুস্থ করে তুলছেন। আর এসব কাজ করতে গিয়ে অন্যান্য ইমামও তাঁকে সমস্যায় ফেলার চেষ্টা করেছেন বহুবার। ইমামের বেশে কুকুরদের সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি ছড়িয়ে পড়লে ২০২১ সালে একটি ধর্মীয় আদালত সৈয়দ মেহেদিকে ইমামতি ত্যাগ করার নির্দেশ দেন। তবে তাঁর দৃঢ়তায় শেষ পর্যন্ত ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 

কুকুর-বিড়ালের প্রশ্নে বিপুলভাবে বিভক্ত ইরানে একজন ইমাম হয়েও প্রাণী অধিকারের পক্ষে লড়াই করছেন সৈয়দ মেহেদি। এ ক্ষেত্রে ধর্মীয় অনুশাসনগুলোই তাঁর হাতিয়ার। কারণ, প্রাণীদের প্রতি নির্দয় আচরণকে নিষেধ করা হয়েছে ইসলামে। এমনকি প্রয়োজনে তাদের খাবার সরবরাহ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

মার্কিন নজর এড়িয়ে কীভাবে তেল পাচার করে ভেনেজুয়েলার গোপন নৌবহর

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত