হোম > বিশ্ব

ভারতীয় মুসলিম নিয়ে খামেনির বক্তব্যে দিল্লির কড়া প্রতিবাদ

ভারতীয় মুসলমানেরা কষ্ট সহ্য করছেন বলে মন্তব্য করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা সেই মন্তব্য নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে ভারত ও ইরান। চরম উত্তপ্ত অবস্থায় পৌঁছে গেছে পরিস্থিতি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খামেনির ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক টুইটে বলা হয়, ‘ইসলামের শত্রুরা সব সময়ই ইসলামি উম্মাহ হিসেবে আমাদের পরিচয়ের ব্যাপারে উদাসীন করে তোলার চেষ্টা করেছে। মিয়ানমার, গাজা, ভারত বা অন্য কোনো স্থানে একজন মুসলিম যে কষ্ট সহ্য করছে সে বিষয়ে বিমুখ হয়ে থাকলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না।’

তবে ভারত সরকার দেশটির মুসলমানদের নিয়ে করা খামেনির সমালোচনা করেছে এবং তাঁকে ইরানে সংখ্যালঘুদের প্রতি তাঁর সরকারের আচরণের কথা মনে করিয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা ইরানের সর্বোচ্চ নেতার ভারতে সংখ্যালঘুদের বিষয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই। এগুলো ভুল তথ্য ও অগ্রহণযোগ্য। সংখ্যালঘু বিষয়ে মন্তব্য করা দেশগুলোকে অন্যদের সম্পর্কে কোনো পর্যবেক্ষণ হাজির করার আগে তাদের নিজস্ব রেকর্ড দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।’

ভারত ও ইরানের মধ্যে একাধিকবার মুসলিম অধিকার ইস্যুতে বিবাদ তৈরি হয়েছে। তবে এবার যা ঘটেছে এ ধরনে ঘটনা তুলনামূলক বিরল। দুই দেশ ইতিবাচক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে সব সময়। এর আগে, ২০১৯ সালে খামেনি ভারত সরকারকে কাশ্মীরের ইস্যুতে ‘ন্যায্য’ পন্থা অবলম্বনের আহ্বান জানিয়েছিলেন। সে সময়ও দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল।

সেই ঘটনার এক বছর পর ইরানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ দিল্লি দাঙ্গায় মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। জবাবে ভারত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে হতাশা প্রকাশ করে।

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রতাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন