হোম > বিশ্ব

করোনা সংকট শেষ হতে এখনো বহু বাকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

করোনা সংকট শেষ হতে এখনো বহু বাকি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়। 

পাশাপাশি জাতিসংঘের এই সংস্থাটি করোনার পরবর্তী প্রজন্মের টিকা নিয়ে গবেষণার জন্য গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছে। করোনার বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর থেকে প্রতি তিন মাস পর পর এটি নিয়ে আলোচনায় বসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। পাশাপাশি তাঁরা বিভিন্ন পরামর্শও দিয়ে থাকেন। 

গত শুক্রবার একটি বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, বর্তমান পরিস্থিতি এবং পূর্বাভাস মডেলের বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে মহামারি শেষ হতে এখনো অনেক বাকি। 

ওই বিবৃতিতে আরও বলা হয়, মাস্কের ব্যবহার, শারীরিক দূরত্ব, হাতের স্বাস্থ্যবিধি, এবং ঘরের ভেতরে স্থানগুলির বায়ু চলাচল ব্যবস্থা উন্নত করার মতো  পদ্ধতি এখনো করোনার সংক্রমণ থামানোর মূল উপায়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, দীর্ঘায়িত বৈশ্বিক মহামারি মানবিক জরুরি অবস্থা,  অভিবাসন এবং অন্যান্য সংকটকে আরও জটিল করে তুলছে। এ জন্য রাষ্ট্রগুলোকে করোনা নিয়ে তাঁদের পরিকল্পনা পরিবর্তনের আহ্বানও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

এদিকে আফ্রিকার করোনা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বার্তা সংস্থা এএফপি বলছে, মহাদেশটিতে ১০০ জনের মধ্যে মাত্র ১৪ ডোজ ভ্যাকসিন রয়েছে 

এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রতি ১০০ জনের জন্য যুক্তরাষ্ট্রে ১২৮ ডোজ টিকা; ইউরোপে ১১৩ ডোজ টিকা; ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে ১০৬ ডোজ টিকা; এশিয়ায় ১০২ ডোজ টিকা এবং মধ্যপ্রাচ্যে ৭৮ ডোজ টিকা রয়েছে।

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

উত্তেজনার মধ্যেই কয়েক মার্কিন নাগরিককে আটক করল ভেনেজুয়েলা

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যিশুর সদ্য আঁকা ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প