হোম > বিশ্ব

মিয়ানমার ও ব্রাজিলে বেড়েছে সংক্রমণ

ঢাকা: জান্তা সরকারের নির্যাতন এবং বিরোধী বিক্ষোভ কিছুটা কমলেও এবার মহামারি করোনাভাইরাসের ভয়াবহতার সম্মুখীন হয়েছে মিয়ানমারবাসী। গতকাল দেশটিতে এক দিনে করোনা শনাক্ত ছিল এখন পর্যন্ত সর্বোচ্চ। ব্রাজিলে মৃত্যু কমলেও শনাক্ত ছিল চল্লিশ হাজারের বেশি। তবে বিশ্ব করোনা পরিস্থিতি ছিল নিম্নমুখী।

এক দিনে নতুন করে ৫৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে আজ সোমবার জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যমগুলো। যা গত ১ ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ শনাক্ত। কিন্তু কয়টি নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া গেছে তা জানানো হয়নি। দেশটিতে কতজন টিকা নিয়েছেন সে ব্যাপারেও পরিষ্কার তথ্য দিতে পারছে না সংবাদমাধ্যমগুলো।

ব্রাজিলে এক দিনে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৪ হাজার ১৭৮ জনের । করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৫ জন। আগের দিন করোনায় মোট মৃত্যু ৫ লাখ ছাড়ায়। দেশটিতে প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ।

তবে, বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে মৃত্যুর সংখ্যা কমতে কমতে নেমে এসেছে প্রায় ৬ হাজারে। নতুন করে মারা গেছেন ৬ হাজার ১২১ জন। আগের দিনের তুলনায় যা ১ হাজার ৬০০ কম। নতুন শনাক্ত নেমে এসেছে তিন লাখের নিচে। এক দিনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৮৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৫৪ হাজার।

এদিকে, ভারতে ৮৮ দিনের মধ্যে সবচেয়ে কম করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। নতুন করে ৫৩ হাজার ২৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৪২২ জনের। টানা ১৪ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে দেশটিতে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল মাত্র ৩ দশমিক ৮৩।

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি